×

রাজধানী

করোনা ডেডিকেটেড ইউনিট-২ চালু হচ্ছে আজ ঢামেকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২০, ১১:৩০ এএম

নানাবিধ সমস্যাসহ স্থান সংকুলন না হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবন-২ এ কোভিড-১৯ আক্রান্তদের জন্য আজ শনিবার থেকে চিকিৎসাসেবা চালু করতে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ৬০০ শয্যাবিশিষ্ট এ নতুন শাখাটিকে করোনা ডেডিকেটেড ইউনিট-২ নামকরণ করা হয়েছে। আর আগেই চালু হওয়া ঢামেক বার্ন ইউনিটকে নামকরণ করা হয়েছে করোনা ডেডিকেটেড ইউনিট-১। জানা গেছে, ২ মে শুরু হওয়া ঢামেক বার্ন ইউনিটটি করোনা রোগীতে ইতোমধ্যেই ভর্তি হয়ে গেছে। নতুন করে কোনো রোগী এখন আর সেখানে ভর্তি সম্ভব নয়। এমন পরিস্থিতিতে রেলওয়ে, মুগদা জেনারেল কিংবা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আগত রোগীদের যেতে নোটিস ঝুলাতে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। যা গতকাল পর্যন্তও ঝুলতে দেখা যায়। এমন পরিস্থিতিতে ঢামেক ১০ তলা নতুন ভবন খালি করা হয়। সেখানে ভর্তি রোগীদের পুরনো হাসপাতাল ও সোহরাওয়ার্দীসহ অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়। এ বিষয়ে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন গতকাল শুক্রবার এ প্রতিবেদককে জানান, প্রচুর লোক হাসপাতালে চিকিৎসার জন্য আসছেন, তবে স্থান না থাকায় আমরা তাদের রেলওয়ে হাসপাতালের পাশাপাশি অন্যান্য হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছি। তবে বেড খালি হলে ওইসব জায়গায় আমরা রোগী ভর্তি নিচ্ছি। তিনি আরো বলেন, প্রতিদিনই কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে। এসব কথা ভেবে নতুন ভবন-২ এ কোভিড-১৯ আক্রান্তদের জন্য আজ শনিবার থেকে চিকিৎসা সেবা চালু হচ্ছে। ৬০০ বেড বিশিষ্ট এ নতুন শাখাটিকে করোনা ডেডিকেটেড ইউনিট-২ নামকরণ করা হয়েছে। আর আগেই চালু হওয়া ঢামেক বার্ন ইউনিটকে নামকরণ করা হয়েছে করোনা ডেডিকেটেড ইউনিট-১। নতুন ইউনিটে করোনা আক্রান্ত ও সন্দেহভাজন সবাই চিকিৎসা পাবে উল্লেখ করে ঢামেক পরিচালক বলেন, অনেক ক্ষেত্রেই হৃদরোগ, ডায়াবেটিসসহ অন্যান্য রোগীদের হাসপাতালগুলি ভর্তি করতে চায় না। তবে এখানে তারা চিকিৎসা পাবেন। আমরা মূলত করোনার ডেডিকেটেড হাসপাতাল-২ এ সমস্ত বিষয় একত্রিত করে পরিষেবা দিতে আয়োজনের চেষ্টা করেছি। নতুন ইউনিটটিতে ৮টি নিবীড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) চালু করা হবে। পরে যা বাড়িয়ে উন্নীত করা হবে ১৬টিতে। এছাড়া এখানে ডায়ালাইসিস কেন্দ্রের পাশাপাশি কার্ডিয়াক সেন্টার, ব্লাড ব্যাংক ও প্যাথলজি সম্পর্কিত বিভিন্ন বিভাগ রয়েছে। শনিবার নতুন করোনার ইউনিট চালু হলে বিদ্যমান অনেক অস্থায়ী সমস্যা কেটে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App