×

সারাদেশ

ঈদের কেনাকাটায় হাটে মানুষের ঢল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২০, ০৩:৫১ পিএম

ঈদের কেনাকাটায় হাটে মানুষের ঢল

হাটে কেনাকাটায় মানুষের ঢল। ছবি: প্রতিনিধি

করোনার মধ্যেও নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় হাটে ঈদকে কেন্দ্র করে কেনাকাটায় ধুম পড়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে দীর্ঘদিন বন্ধ থাকলেও দোকানপাটগুলো এখন খোলা হয়েছে। যে কারণে গুরুদাসপুর পৌর সদরসহ হাটবাজারগুলোতে নেমেছে মানুষের ঢল। শনি ও মঙ্গলবার হাটের দিন ব্যতীতও ভিড় থাকে সারাক্ষণ। হাতেগোনা কয়েকটি দোকানে প্রবেশের সময় স্বাস্থ্যবিধি মেনে হ্যাণ্ড স্যানিটাইজার ব্যবহার করলেও বেশিরভাগ দোকানে স্বাস্থ্য বিধি না মেনেই চলছে বেচাকেনা। পুলিশ প্রশাসনের লোক দেখলেই তাড়াতাড়ি করে হাতে গ্লোভস এবং মুখে মাস্ক পরে নিচ্ছেন। শনিবার (১৬ মে) সকালে হাটে গিয়ে দেখা গেছে, স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না ক্রেতা ও ব্যাবসায়ীরা। বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় ঝুঁকি জেনেও ঈদের কেনাকাটা করার জন্য তারা বের হয়েছেন। অপরদিকে ব্যবসায়ীরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনেই বেচাকেনা করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ক্রেতারা তা মানতে চাইছেন না। দুরদুরান্ত থেকে কৃষকরা তাদের কৃষিপণ্য, ট্রলি,অটোভ্যানে করে নিয়ে আসায় অবৈধ্য ভাবে রাস্তার মধ্যে হকারসহ খুচরা দোকানীরা বসাতে জটের সৃষ্টি হয়েছে। গুরুদাসপুর উপজেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দুইজন। আক্রান্ত দুইজনই ঢাকা থেকে আসা। গুরুদাসপুর হাট ইজারাদার কমিটির সভাপতির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এমনিতেই হাট নিয়ে ক্ষতিতে পড়েছি। তাই সরকারি নির্দেশনার পর অল্প কিছু দোকান পাট খোলা রাখা হয়েছে মানুষের সুবিধার কথা বিবেচনা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App