×

খেলা

আফ্রিদি সবসময় আমার বিরুদ্ধে গেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২০, ০৫:৫০ পিএম

আফ্রিদি সবসময় আমার বিরুদ্ধে গেছে

আফ্রিদি-দানিশ কানেরিয়া

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে হিন্দু ধর্মাবলম্বী দ্বিতীয় খেলোয়াড় হিসেবে খেলেন দানিশ কানেরিয়া। তবে ফিক্সিংয়ের দায়ে আজীবন নিষিদ্ধ হন তিনি। পাকিস্তানের হয়ে মাত্র ৬১টি টেস্ট ম্যাচ খেলে ২৬১টি উইকেট শিকার করেন তিনি। টেস্টে নিজের কারিশমা দেখালেও ওয়ানডেতে সেভাবে তিনি সুযোগই পাননি। তিনি পাকিস্তানের হয়ে ১০ বছরে মাত্র ১৮টি ওয়ানডে খেলেন। আর উইকেট শিকার করেন ১৫টি। আর এই ওয়ানডেতে এতো কম ম্যাচ খেলার কারণ হিসেবে কানেরিয়া দায়ী করেছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে।

তিনি জানিয়েছেন আফ্রিদি সবসময় তার বিরুদ্ধে গেছে। তাকে সবদিক দিয়ে অসহযোগিতা করেছে। আর আফ্রিদি ধর্মের কারণেই এমন করতো বলে জানান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন কানেরিয়া।

পিটিআইয়ের পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হয় তিনি কি অন্য ধর্ম বৈষম্যের শিকার হয়েছিলেন কি-না। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আফ্রিদি সবসময় আমার বিরুদ্ধে যেতো। ঘরোয়া প্রতিযোগিতা হোক আন্তর্জাতিক ওয়ানডে হোক। যদি একজন মানুষ সবসময় আপনার বিরুদ্ধে যায় কোনো কারণ ছাড়া তাহলে এখানে ধর্ম বৈষম্য ছাড়া আর কি কারণ থাকতে পারে?।’

তিনি আরো বলেন, ‘আমি শুধু মাত্র তার কারণে খুব বেশি ওয়ানডে খেলতে পারিনি। সে আমার সঙ্গে বৈষম্য করেছে। দলে নিয়মিত জায়গা পেলেও একাদশে আমি জায়গা পাইনি। তবে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আমি পাকিস্তানের হয়ে এতোগুলো টেস্ট খেলতে পেরেছিলাম।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App