×

সারাদেশ

অসুস্থ গরুর মাংস বিক্রি, জরিমানা ৫০ হাজার টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২০, ০৪:২৫ পিএম

অসুস্থ গরুর মাংস বিক্রি, জরিমানা ৫০ হাজার টাকা

ছবি: প্রতিনিধি

পাবনার চাটমোহরে গলা ফোলা রোগে আক্রান্ত গরু জবাই করে বিক্রি ও ঘরের ফ্রিজে পচা মাংস সংরক্ষণের দায়ে মাংস বিক্রেতা ও গরুর মালি কে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মো. ইকতেখারুল ইসলাম।

গোপন সংবাদের ভিত্তিতে মাংস বিক্রেতা জমির উদ্দিনের বাড়িতে আভিযান চালানো হয়। এ সময় অভিযান চালিয়ে অসুস্থ গরুর মাংস জব্দ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষন আইনে গরুর মাংস বিক্রেতা (কসাই) জমির উদ্দিনকে পচা মাংশ সংরক্ষণ ও বিক্রির দায়ে ২৫ হাজার টাকা এবং গরুর মালিক মো. ইসলামকে অসুস্থ গরু বিক্রি করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা একরামূল কবির তপন, পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App