×

সারাদেশ

সরকারি জমি দখল করে মাটি ভরাট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২০, ০৪:৫৩ পিএম

সরকারি জমি দখল করে মাটি ভরাট

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে সরকারি খাস জমি দখল করে মাটি ভরাট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শৌলমারী ইউনিয়নের চরেরগ্রামে। গ্রামবাসী সূত্রে জানা যায়, গত কয়েক বছর আগে চরের গ্রামের ভিতরের রাস্তাটি বন্যার পানির স্রোতে ভেঙে যায়। এতে গ্রামবাসী ও বিভিন্ন এলাকার মানুষের চলাচল একেবারে বন্ধ হয়। পরে এলাকাবাসির চলাচরের সুবিধার্থে রাস্তার পূর্ব পাশে রিকোর্ডি সম্পত্তির উপর দিয়ে রাস্তা দেওয়া হয়। সরকারি ভাবে কোন বরাদ্দ না হওয়ায় দীর্ঘদিন থেকে গভীর খাদে পরিণত হয়। এদিকে একই গ্রামের ইব্রাহিম সরকারের ছেলে আবুল হোসেন ও তার ছেলে হাছেন আলীসহ অনেকেই দলবদ্ধ হয়ে ওই গ্রামের ভিতরের রাস্তার খাঁস জমি দখল ও ড্রেজার মেশিন দিয়ে মাটি ভরাট করে দখলের অপচেষ্টা করা হচ্ছে। এতে ওই গ্রামের আমিন উদ্দিনের ছেলে শালু মিয়া, দেলোয়ার হোসেনের ছেলে নজরুল ইসলাম, মাইনুদ্দিনের ছেলে সাইদুল্লে ও পবন আলীর ছেলে আব্দুল কাদের মাটি ভরাটে বাধা দেয়। ফলে উভয়ের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। গ্রামবাসিরা এ বিয়ষ থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি ভরাটের কাজ বন্ধ করে দেন। এ ঘটনায় শালু মিয়া বাদী হয়ে গত ১২ মে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে উপজেলা নির্বার্হী অফিসার শৌলমারী ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। শালু মিয়া অভিযোগ করে বলেন, রাস্তার পাশে ৩৬ শতাংশ খাস জমি আমাদের পৈর্ত্তিক সম্পত্তি। পজেশন আমাদের। সবার সুবিধার জন্য রিকোর্ডি জমির উপর দিয়ে রাস্তা দিয়েছি। প্রতিপক্ষ আবুল হোসেন বলেন ওই খাস জমিটি আমি বন্দোবস্ত নিয়েছি অনেক বছর আগে। তাই মাটি ভরাট করছি। এ ব্যাপারে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ভূমি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App