×

খেলা

মাঠে নামতে মরিয়া মেসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২০, ০৪:৩৯ পিএম

করোনা ভাইরাসের কারণে প্রায় ২ মাস ধরে বন্ধ স্পেনের ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা লা লিগা। এরফলে বার্সা অধিনায়ক মেসিসহ সকল খেলোয়াড়কে এই সময়টায় ঘরে বন্দি অবস্থায় কাটাতে হয়েছে। তবে লা লিগা জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবার মাঠে গড়াবে। সেই প্রস্তুতি নেয়াই শুরু হয়ে গেছে। আর এর অংশ হিসেবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদসহ প্রায় সব ক্লাব অনুশীলন শুরু করে দিয়েছে।

আর এই অনুশীলন চলা অবস্থায় বার্সা অধিনায়ক মেসি জানালেন লা লিগায় ফের খেলার জন্য আর তর সইছে না তার। ইতালিয়ান সংবাদমাধ্যম মুন্ডো দি পোরতিভোরে সঙ্গে এক আলাপচারিতায় মেসি বলেন, ‘ ব্যক্তিগতভাবে আমার আর তর সইছে না খেলার জন্য। তবে দর্শকদের ছাড়া খেলতে অন্যরকম লাগবে। তাছাড়া পরিবার ছাড়াও আমাদের আলাদা ক্যাম্পে থাকতে হবে। আমরা সত্যি বলতে এটি চাই না। তবে দেখা যাক শেষমেষ কি হয়।’

এই ২ মাস বন্দিজীবন মোটামুটি কঠিন ছিলও বলে জানিয়েছেন মেসি। ডি পোরতিভোর সঙ্গে তিনি জানান যে এই সময়টা তার একটু কঠিনই কেটেছে। তবে পরিবারের সঙ্গে সময় কাটানোর কারনে সময়টা আবার ভালোও কেটেছে। মেসি আরো জানিয়েছেন তার বাড়ির সঙ্গে বাগান থাকায় সেই বাগানেই তিনি অনুশীলন চালিয়ে গেছেন। আর এজন্য তিনি নিজের ফিটনেস ধরে রাখতে সমর্থ হয়েছেন।

মেসি বলেন, ‘সময়টা কঠিন ছিল। তবে পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরে ভালো লেগেছে। এই সময়টা আমাদের জন্য এক দিক দিয়ে দরকার ছিল। এখন পরবর্তীতে বোঝা যাবে এটির ব্যপারটি। তাছাড়া আমি বাসায় অনুশীলন চালিয়ে গেছি। তাই আমি ফিটই আছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App