×

খেলা

মন্দিরে খাদ্যসামগ্রী দিলেন আফ্রিদি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২০, ১১:৪২ এএম

মন্দিরে খাদ্যসামগ্রী দিলেন আফ্রিদি

মন্দিরে ত্রাণ দিচ্ছেন শহিদ আফ্রিদি।

করোনা ভাইরাসের এই কঠিন সময়ে সব ভেদাভেদ ভুলে সবাইকে পরস্পরের পাশে দাঁড়াতে হবে। এর বড় উদাহরণ শহিদ আফ্রিদি। ধর্মীয় ভেদাভেদ ভুলে পাকিস্তানের একটি মন্দিরে খাদ্যসামগ্রী বিলি করেছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার।

নিজের প্রতিষ্ঠিত সংগঠন ‘আফ্রিদি ফাউন্ডেশনে’র মাধ্যমে দেশের মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। এছাড়াও দেশের নানান প্রান্তে ঘুরে ঘুরে অসহায়দের বাড়িতে-বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন আফ্রিদি।

হিন্দু মন্দিরে খাদ্যসামগ্রী দেয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেছেন আফ্রিদি। সেখানে তিনি লিখেন, ‘এখন পুরো বিশ্বেরই সমস্যা একই। এই বিপদে আমাদের সকলকে একসাথে লড়তে হবে। একতাই এখন আমাদের প্রধান শক্তি। খাদ্যসামগ্রী বিতরণ করতে শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়েছিলাম। সেখানে সকলকে খাদ্যসামগ্রী বিতরণও করলাম।

মন্দিরে খাদ্য বিতরণের কাজে আফ্রিদির সাথে ছিলেন পাকিস্তানের বিখ্যাত স্কোয়াশ তারকা জাহাঙ্গীর খান ও ‘এসএএফ ফাউন্ডেশন’র প্রেসিডেন্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App