×

বিনোদন

বলিউডের নতুন ধারা অনলাইনেই মুক্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২০, ০২:১৬ পিএম

বলিউডের নতুন ধারা অনলাইনেই মুক্তি

বলিউড

সুজিত সরকার পরিচালিত ও অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা অভিনীত গুলাবো সিতাবো অনলাইনে মুক্তি পাওয়ার খবরের পর এবার আলোচনায় এসেছে বিদ্যা বালানের ছবি ‘শকুন্তলা দেবী’। অনলাইনে ছবিটি মুক্তি পাচ্ছে বলে শোনা যাচ্ছে। এতে করে বলেউডে অনলাইনে মুভি মুক্তির নতুন ধারা তৈরি হচ্ছে কী না সে প্রশ্নও ছুড়ে দিচ্ছেন সবাই। ‘শকুন্তলা দেবী’ ছবিটি পরিচালনা করেছেন অনু মেনন। ছবিটি মুক্তি পাচ্ছে অ্যামাজন প্রাইম প্ল্যাটফর্মে। এই ঘোষণা হয়েছে ইতিমধ্যেই। তাহলে কি বলিউডে ওয়েব প্ল্যাটফর্মে ছবি মুক্তি পাওয়ার এই নতুন ধারা তৈরি হয়ে গেল? এই প্রশ্ন থাকছেই। লকডাউনে হল বন্ধ। কবে খুলবে এবং কবে আবার সিনেমাপ্রেমীরা ছবি দেখতে হলে ভিড় করবেন, সেই আশাও ক্ষীণ। তাই এই পথই এখন বেছে নিচ্ছেন পরিচালক, প্রযোজকরা। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, ভুট, হটস্টারের মত অনলাইন প্ল্যাটফর্মগুলি খুবই জনপ্রিয়। লকডাউনে সময় কাটাতে অনেকেই এই ওটিটি প্ল্যাটফর্মে মন দিয়েছেন। তাই পাল্লা দিয়ে এই সব ডিজিটাল প্ল্যাটফর্মকেও বাড়াতে হচ্ছে নিজেদের কনটেন্ট। অর্থাৎ দর্শকদের মন দখলে এরাও নিজেদের টার্গেট বানাচ্ছেন। মুক্তি পাচ্ছে একের পর এক আর্কষণীয় সিরিজ বা সিনেমা। এবার বলিউডও সরাসরি অনলাইন প্ল্যাটফর্মের দিকে নজর দিচ্ছে। অন্তত গুলাবো সিতাবো এবং শকুন্তলা দেবী ছবি দুটির মুক্তি সেই ইঙ্গিতই দিচ্ছে। শকুন্তলা দেবী ছবিতে বিদ্যা বালন ছাড়াও অভিনয় করেছেন সান্যা মালহোত্রা, অমিত সাধ, যীশু সেনগুপ্ত। ভারতের প্রথম মহিলা গণিতবিদের ওপর তৈরি হয়েছে এই সিনেমা। শকুন্তলাদেবীর ভূমিকায় থাকছেন বিদ্যা বালান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App