×

সাময়িকী

নিদ্রিত আত্মার গান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২০, ১২:১১ পিএম

অন্ধকার মুখরিত মানুষের তৃষিত জীবন চোখের মুদ্রায় অগ্নি ও জলের ভাষা শিহরণ জাগে বসন্তের নীলিমায় অতৃপ্ত বাসনা তার খোঁজে অজস্র ফুলের ছায়া নিয়ত তৃষ্ণার অন্যপাশে থাকে সৌন্দর্যের বৃষ্টি নিদ্রিত আত্মার গান ধূলিপড়া স্মৃতির কঙ্কালের পাশে ঘুমিয়ে থাকে এ জীবন দীর্ঘ ছায়ার নিচে ঢাকা পড়ে স্বপ্নছেঁড়া পুরনো দীর্ঘশ্বাস বিশ্বাস ভঙ্গের ক্ষত থাকে প্রিয় চোখে নিয়তই স্পর্শের বাইরে থাকে মধুর চিবুক শূন্যতার বিষণ্ণ হাওয়ায় ওড়ে ফুরানো দিনের কোলাহল অনন্ত নিঃসঙ্গতা কাটে না জীবনের ভিড় ভেঙে মানুষ একাকী দীর্ঘ যায় কেবল কথার দাগ লেগে থাকে কুয়াশার মতো অন্ধকারে মৃত্তিকায়- ঘাসে ভালোবাসা নিহিত ছেঁড়াছায়ার হলুদ পাতায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App