×

আন্তর্জাতিক

ঘুমন্ত শ্রমিকদের উপর ট্রেন: মামলা খারিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২০, ০৫:৩০ পিএম

ঔরঙ্গাবাদে মালগাড়ির ধাক্কায় ১৬ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।শীর্ষ আদালতের তিন বিচারপতি এল. নাগেশ্বর রাও, সঞ্জয় কওল, বিআর গভই-এর বেঞ্চে মামলাটি ওঠে। বিচারপতিদের পর্যবেক্ষণ, কেউ রেললাইনে ঘুমিয়ে পড়লে কী করা যাবে? পরিযায়ী শ্রমিকদের নিয়ে শীর্ষ আদালতের আরও মন্তব্য, কেউ রেললাইন ধরে হাঁটতে শুরু করলে, আদালত তাঁদের রুখবে কীভাবে? আদালতে সলিসেটর জেনারেল তুষার মেহেতা বলেন, সরকার প্রত্যেক পরিযায়ী শ্রমিকের ঘরে ফেরার ব্যবস্থা করেছে। কিন্তু মানুষ ধৈর্য রাখতে পারছে না। হাঁটতে শুরু করেছে, তাই দুর্ঘটনা ঘটছে। আদালত কীভাবে তাঁদের ওপর বলপ্রয়োগ করবে? প্রসঙ্গত, গত সপ্তাহে ঔরঙ্গাবাদে রেল দুর্ঘটনায় মৃত্যু হয় ১৬ জন পরিযায়ী শ্রমিকের। ঔরঙ্গাবাদ পুলিস সূত্রে জানা যায়, ওই শ্রমিকরা জানলায় একটি স্টিল প্ল্যান্টে কাজ করতেন। লকডাউনে আটকে পড়েছিলেন তাঁরা। বাড়ি ফিরতেই একসঙ্গে রেললাইন ধরে ৬৫ কিলোমিটার হেঁটেছিলেন। ভোররাতে ঔরঙ্গাবাদের কর্মাদ সংলগ্ন এলাকায় লাইনের ওপরেই ঘুমিয়ে পড়েন তাঁরা । ভোর সাড়ে পাঁচটা নাগাদ একটি মালগাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। সুপ্রিম কোর্টের নির্দেশ, পরিযায়ী শ্রমিকদের থাকা, খাওয়া, বাড়ি ফেরার ব্যবস্থা রাজ্যকেই নিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App