×

সারাদেশ

এ কেমন বর্বরতা প্রসূতী মায়ের সাথে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২০, ০৮:০৭ পিএম

এ কেমন বর্বরতা প্রসূতী মায়ের সাথে
ভোলার চরফ্যাশন উপজেলায় আধুনিক হাসপাতাল এণ্ড ডায়াগনস্টিকে গাইনি ডাক্তার হোসনে আরা বেগমের নির্দেশে প্রসূতী মাকে বেড থেকে ফ্লোরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে পরিচালক খালেদ তিতুমীর (তিতু) ও সেবিকা বর্ষার বিরুদ্ধে। শুক্রবার (১৫ মে) দুপুরে রোগীর স্বামী শিক্ষক মো. লোকমান হোসেন সাংবাদিকদের বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও প্রাইভেট আধুনিক হাসপাতাল এণ্ড ডায়াগণস্টিকে কর্মরত গাইনী চিকিৎসক হোসনে আরা বেগমকে দিয়ে আমার স্ত্রীকে নিয়মিত চিকিৎসা করিয়েছি। তিনি (১৯মে) সম্ভাব্য প্রসবের তারিখ নির্ধারন করেন। কিন্তু গত মঙ্গলবার ( ১২ মে) ভোরে আমার স্ত্রী নরমালভাবেই সন্তান প্রসব করেন। এসময় তার রক্তক্ষরণ হলে আধুনিক হাসপাতালে নিয়ে আসলে পরিচালক তিতুর নির্দেশে আমার স্বজনদের সামনেই আমার স্ত্রীকে হাসপাতালের বেড থেকে ফেলে দেয় সেবিকা বর্ষা। এসময় ক্ষুব্ধ তিতুমীর চিকিৎসক হোসনে আরা ম্যাডামের নির্দেশ এ রোগীর চিকিৎসা এখানে হবেনা বলে মন্তব্য করেন বলে তিনি অভিযোগ করেন। এমন জঘন্য ও অমানবিক আচরণে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় এলাকাবাসী। এ অভিযোগের বিষয়ে সরেজমিনে গেলে আধুনিক হাসপাতালের দায়িত্বে থাকা পরিচালক খালেদ তিতুমীর তিতু বলেন, রোগীর প্রচণ্ড রক্তক্ষরণ হওয়ায় আমরা জরুরীভাবে সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য বেড থেকে নামিয়ে দেই। এ রোগীর শরীর নীলবর্ণ হয়ে যায় এবং তাৎক্ষনিক পালস না পাওয়ায় আমরা ঝুঁকি নিতে চাইনি। এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শোভন কুমার বশাক জানান, আমরা ডাক্তার হোসনে আরার বিরুদ্ধে বিভিন্ন মহলের বক্তব্য শুনেছি তবে বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে ওই চিকিৎসক অস্বিকার করেছেন। আমরা তদন্ত করে দেখছি। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীন মাহমুদ সাংবাদিকদের জানান ওই হাসপাতালের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ পাওয়া গেছে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো। প্রসূতী ওই রোগীকে ৩ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে তিনি সেন্ট্রাল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আজ বাড়ী ফিরেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App