×

আন্তর্জাতিক

আমরা করোনাকে জয় করেছি, ঘোষণা স্লোভেনিয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২০, ০৭:১৮ পিএম

আমরা করোনাকে জয় করেছি, ঘোষণা স্লোভেনিয়ার

স্লোভেনিয়া

দু’মাস আগে স্লোভেনিয়া সরকার ঘোষণা করে, তাদের দেশ অতিমহামারির (করোনা) কবলে পড়েছে। শুক্রবার (১৫ মে) দেশটির সীমানা খুলে দেয়া হয়েছে। তাদের দাবি, তারা মহামারি থেকে মুক্ত, যদিও এখনও সংক্রমণ মিলছে।

দেশটির প্রধানমন্ত্রী জানেজ জানসা বলেন, এখন ইউরোপে স্লোভেনিয়াতেই করোনা পরিস্থিতি সবচেয়ে ভাল। সুতরাং আমরা ঘোষণা করতেই পারি, আমাদের দেশে আর অতিমহামারি নেই।

চলতি সপ্তাহের শুরুতে স্লোভেনিয়া সরকার জানিয়েছিল, আগামী সপ্তাহের শুরু থেকে শপিং সেন্টার ও হোটেল খোলার অনুমতি দেয়া হবে। ফুটবল ম্যাচ ও অন্যান্য খেলাধুলা চালু হবে ২৩ মে থেকে।

পার্বত্য দেশ স্লোভেনিয়ায় ২০ লাখ লোক বাস করে। তার একদিকে আছে ইতালি। করোনা অতিমহামারিতে যে দেশগুলি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, ইতালি তার অন্যতম। স্লোভেনিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৫০০ জন। মারা গিয়েছেন ১০৩ জন। কিন্তু সংক্রমণের হার যথেষ্ট কমেছে।

সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে, কোভিড ১৯ ছড়িয়ে পড়ার আশঙ্কা এখনও রয়েছে। সুতরাং কয়েকটা ব্যাপারে নিষেধাজ্ঞা বজায় রাখতেই হবে। সেদেশে এখনও একসঙ্গে অনেক লোককে জড়ো হতে দেওয়া হচ্ছে না। প্রকাশ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App