×

জাতীয়

চির নিদ্রায় শায়িত হলেন অধ্যাপক ড. আনিসুজ্জামান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২০, ১০:৫২ এএম

চির নিদ্রায় শায়িত হলেন অধ্যাপক ড. আনিসুজ্জামান

আনিসুজ্জামানের দাফন

আজিমপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান। সকাল সাড়ে ১০টার দিকে তাকে দাফন করা হয়। করোনা পজিটিভ হওয়ায় স্বাস্থ্যবিধি মেনেই সম্পন্ন হয় আনুষ্ঠানিকতা।

দাফনের আগে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ও ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে দেয়া হয় গার্ড অব অনার। অধ্যাপক আনিসুজ্জামানের দাফন প্রক্রিয়া সম্পন্ন করে আল-মারকাজুল ইসলাম।

গতকাল বিকেলে সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতির এ সূর্য সন্তান। রাতে তার, কোভিড নাইনটিনে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

মৃত্যুর আগে ও পরে দুই দফায় তার শরীর থেকে সংগৃহীত নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরপরই অধ্যাপক আনিসুজ্জামানকে শ্রদ্ধা জানানোর সব কর্মসূচি বাতিল করেন স্বজনরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App