×

সারাদেশ

ধান সংগ্রহে লটারির আয়োজন করে ইউএনও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২০, ০৪:১১ পিএম

ধান সংগ্রহে লটারির আয়োজন করে ইউএনও

ছবি: প্রতিনিধি

ভোলা বোরহানউদ্দিন উপজেলায় ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের জন্য লটারির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এ লটারি দেয়া হয়।

উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভা হতে ২৭০৮ জন কৃষক আবেদন করেন। এদের মধ্যে তথ্যগত ভুল থাকায় ১৪১০ কৃষকের আবেদনপত্র সঠিক হয়। ওই ১৪১০ কৃষকদের মধ্যে লটারির আয়োজন করা হয়। প্রতি ক্ষুদ্র কৃষকের কাছ হতে ১ টন, মাঝারি কৃষক হতে ২ টন এবং বড় কৃষক হতে ৩ টন করে ধান ক্রয় করবেন। প্রতি কেজি ধান ২৬ টাকা করে মণ প্রতি ১০৪০ টাকায় এ উপজেলা হতে ৯৬১ মেট্রিক টন ধান ক্রয় করবেন সরকার।

বোরহানউদ্দিনের ইউএনও ও উপজেলা খাদ্য শস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মো. বশির গাজী’র সভাপত্বি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য শষ্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সচিব আবু বকর ছিদ্দিক ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App