×

খেলা

ক্ষুধার জ্বালায় দেয়াল খুটে খেয়েছেন ইটালিয়ান ফুটবলার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২০, ০৬:২৫ পিএম

ক্ষুধার জ্বালায় দেয়াল খুটে খেয়েছেন ইটালিয়ান ফুটবলার

মারিও বালোতেল্লি

প্রাণঘাতী করোনাভাইরাস এর আতঙ্কে স্থবির হয়ে আছে গোটা বিশ্ব। অদৃশ্য শত্র‘র হাত থেকে রক্ষা পেতে সবাই এখন ঘরে বন্দি। এমন বন্দী অবস্থায় ইতালির তারকা ফুটবলার মারিও বালোতেল্লি ক্ষুধার জ্বালায় ঘরের দেয়াল খুঁটে খাওয়ার চেষ্টা করেছিলেন।

২৯ বছর বয়সী এ ফরওয়ার্ড সাধারণত খ্যাপাটে চরিত্রের ফুটবলার হিসেবেই সবার কাছে পরিচিত। কিন্তু করোনার ক্রান্তিকালে লকডাউনে বালোতেল্লি পড়েছিলেন অসহায় অবস্থায়। বন্দী অবস্থায় থাকতে হয়েছে প্রায় মাস দুয়েক। পরিবার এক শহরে আর তিনি ঘরে বন্দী আরেক শহরে। রান্নাবান্না শেখেননি কখনও, বাইরে গিয়ে খাবার কেনারও সুযোগ ছিল না। ঘরে থাকা সব খাবার ফুরিয়ে এলে একপর্যায়ে কার্ডবোর্ড, দেয়াল খাওয়ার অবস্থায় পৌঁছে দিয়েছিল তাকে।

সাবেক সতীর্থ অ্যালেজান্দ্রো মাত্রির সঙ্গে এক ফেসবুক লাইভে বালোতেল্লি বলেছেন, ‘গত কয়েক সপ্তাহে আমি পাগল হতে বসেছিলাম। কেননা আমি পুরোপুরি একা ছিলাম। আমার মেয়ে আছে ন্যাপলসে, ছেলে জুরিখে। আমার মায়ের বয়স হয়েছে তাই তার বাড়তি সুরক্ষা দরকার ছিল। আমার ভাইয়েরা তাদের বাচ্চাকাচ্চা নিয়ে কোয়ারেন্টাইনে।’

তিনি আরো বলেন, ‘ফলে আমাকে পুরো একা থাকতে হয়েছে। এটা খুবই কঠিন ছিল। যেহেতু আমি রান্না করতে পারি না, প্রথম তিনদিন ধরতে গেলে কার্ডবোর্ড খাচ্ছিলাম। চেষ্টা করছিলাম দেয়াল খুঁটে খাওয়ার। ভাগ্যিস পরে গিয়ে খাবার আনার ব্যবস্থা হয়েছে।’

আগামী ১৩ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে ইতালিয়ান সিরি আ। কিন্তু সেজন্য কোন প্রস্তুতিই নেই বালোতেল্লির। আগামী ১৮ মে থেকে নিজ দল ব্রেসিয়ার সঙ্গে অনুশীলন শুরু করতে যাচ্ছেন তিনি। এখন যদি কেউ বল পাস করে, সেটিও ধরতে পারবেন না বলে জানালেন এ ফরোয়ার্ড।

বালোতেল্লি বলেন, ‘তুমি এখন আমাকে বল পাস দিলে আমি প্রথমবারে ধরতে পারব না। দুই মাস হয়ে গেছে আমি বল ধরিনি। ঘরে রানিং মেশিন না থাকলে অনুশীলন করা কঠিন। যদিও এটা বেআইনি, তাও আমি কয়েকদিন পার্কে গিয়ে দৌড়ে এসেছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App