×

সারাদেশ

সামাজিক দূরত্ব নেই পলাশের হাটগুলোতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২০, ০৮:২৯ পিএম

সামাজিক দূরত্ব নেই পলাশের হাটগুলোতে
নরসিংদীর পলাশ উপজেলার বিভিন্ন হাট-বাজার গুলোতে নিত্যপণ্য কেনার বেচার জন্য কাঁচাবাজার খোলা রাখা হলেও সেখানে সামাজিক দূরত্ব একদমই মানা হচ্ছে না। করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য নানা পদক্ষেপের কথা বলা হলেও পলাশ উপজেলার হাটবাজার গুলোতে নেই এর কোন প্রভাব। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য করোনা ভাইরাসের প্রথম দিকে সংশ্লিষ্ট কৃর্তপক্ষ নানা পদক্ষেপ নিলেও ক্রেতা-বিক্রেতা কেউ তা মানছেন না। আজ বুধবার (১৩ মে ) সকাল ৭ টা থেকে দুপুর ১টা পর্যন্ত পলাশ উপজেলার পারুলিয়া সাধুর বাজারের সাপ্তাহিক হাটে গিয়ে এমন চিত্র দেখা যায়। পলাশ উপজেলার পারুলিয়া সাধুর হাটের কাচামাল বাজারে গিয়ে দেখা যায় কোনো প্রকার সামাজিক বা শারীরিক দূরত্ব বজায় না রেখেই চলছে বাজার। বিক্রেতাদের মধ্যেও লক্ষ্য করা যায়নি তেমন কোন সচেতনতা। বাজারে কেউ কেউ মাস্ক-গ্লাভস পড়লেও, বেশি ভাগ মানুষকেই দেখা গেছে মাস্ক ছাড়া কেনা বেচা করতে। করোনাভাইরাস প্রাদুর্ভাবে ক্ষুদ্র ব্যবসায়ী মো. মোতালিবের দোকান বন্ধ, তাই তিনি ভ্যানে করে সবজি বিক্রি করেন উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে। পারুলিয়ার সাধুর বাজারে সবজি কিনতে এসে তিনি বলেন, এখানে তো কিছুই মানা হচ্ছে না। একজনের সাথে আরেক জনের নেই শারিরীক দুরত্ব। শহিদ মিয়া নামে আরেকজন ক্রেতা বলেন, এখানে সামাজিক-শারীরিক দূরত্ব কেউই মানছে না। প্রশাসনের ও তেমন নজরদারি নেই এখানে। পারুলিয়া বাজারের একজন বিক্রেতা বলেন, শারীরিক-সামাজিক দূরত্বের বিষয়টি এই বাজারে মানা হচ্ছেনা । মানুষ যে যার মতো বাজার করতে এসেছে। দোকানদাররা দূরত্ব বজায় রাখার জন্য চেষ্টা করলে ও পাবলিক তা মানছে না। দূরত্ব নিশ্চিত করতে প্রশাসনের কোনো পদক্ষেপ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, করোনা ভাইরাসের শুররু দিকে স্থানীয় প্রশাসন সাপ্তাহিক হাটগুলোতে অল্প সময়ের জন্য বাজার মনিটরিং করতে আসত। কিন্তু এখন আর নিয়মিত দেখা যায় না৷ তাছাড়া দূরত্বের বিষয়ে প্রশাসন থেকে বলা হলে ও পাবলিক সেটা মানছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App