×

জাতীয়

রাজধানী থেকে দালাল চক্রের ১১ সদস্য আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২০, ০৯:১৬ পিএম

রাজধানী থেকে দালাল চক্রের ১১ সদস্য আটক
উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে সরকারি হাসপাতাল থেকে সুকৌশলে বেসরকারি হাসপাতালে রোগী ভর্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রাইম অর্থোপেডিক এন্ড জেনারেল হাসপাতালের মালিক আবদুর রাজ্জাকসহ ১১ দালালকে আটক করেছে র‌্যাব। বাকিরা হলেন- বাবুল হোসেন (৩৯), মো. আকাশ (২৪), মো. দুলাল (৩২), মো. কমাল হোসেন (৪০), মো জাকির (৩৫), মোকাররম হোসেন (৩০), মো. দুধ মিয়া (৬০), মোবারক খাঁ (২৩), বিল্লাল ওরফে পিচ্চি (৩০) ও মো. ফারুক হোসেন (২৩)। বুধবার (১৩ মে) বিকেলে রাজধানীর কলেজ গেট এলাকায় অভিযান চালিয়ে তাদো আটক করাহর ৬-৩ মাসের কারাদণ্ড ও ৬ লাখ টাকা জরিমাণা করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন র‌্যাব-২ এর এসপি মুহম্মদ মহিউদ্দিন ফারুকী। র‌্যাবের এ কর্মকর্তা বলেন, এই করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালসহ আশ-পাশের সরকারি হাসপাতাল থেকে কৌশলে রোগী ভাগিয়ে নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি করার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে রাজধানীর কলেজ গেট সংলগ্ন মুক্তিযোদ্ধা টাওয়ারে প্রাইম হাসপাতালে অভিযান চালানো হয়। সে সময় হাসপাতালের মালিক আবদুর রাজ্জাকসহ ১১ জনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ১১ জনকে ৬-৩ মাসের কারাদণ্ড ও ৬ লাখ টাকা জরিমাণা করে। ভবিষ্যতেও র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App