×

আন্তর্জাতিক

ভেন্টিলেটরের আগুনে পুড়ে ছাই ৪ করোনারোগী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২০, ০৬:০৪ পিএম

ভেন্টিলেটরের আগুনে পুড়ে ছাই ৪ করোনারোগী

সেন্ট জর্জ হাসপাতাল

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শহরে একটি হাসপাতালে আগুনে পুড়ে মারা গেছেন পাঁচজন। ওই পাঁচজনই ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন, তাদের মধ্যে চার জন ছিলেন করোনা আক্রান্ত।

মঙ্গলবার সেন্ট জর্জ হাসপাতালে ভেন্টিলেটরের যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে ধারণা করছে পুলিশ। তবে কর্মীদের তৎপরতায় হাসপাতালের ১৫০ জন রোগীকে বের করে আনাও সম্ভব হয়৷ কিন্তু আইসোলেশন ওয়ার্ডে দগ্ধে শেষ হয়ে যান পাঁচ রোগী।

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যার দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। সে দেশে মোট আক্রান্তের সংখ্যা আড়াই লাখের বেশি। আক্রান্তের হিসেবে আমেরিকা ও স্পেনের পরেই তৃতীয় স্থানে রয়েছে এই দেশ। এই পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে হাসপাতালের ভেন্টিলেটরে আগুন লাগার ঘটনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App