×

জাতীয়

করোনা চিকিৎসকদের জন্য আশীর্বাদ স্বরূপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২০, ০৬:৩১ পিএম

করোনাভাইরাসে জরুরি সেবাদানে নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকদের উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘কোভিড না এলে এই নিয়োগ হতো না।’ সেই অর্থে কোভিড তাদের জন্য আশীর্বাদ । চিকিৎসকদের বড় দায়িত্ব কোভিড রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আন্তরিক হতে হবে।পাশাপাশি নন কোভিড রোগীদেরও চিকিৎসা দিতে হবে। চিকিৎসায় তফাৎ করা যাবে না।’ বুধবার (১৩ মে) রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে ৩৯তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে সদ্য নিয়োগ পাওয়া দুই হাজার চিকিৎসকের অরিয়েন্টেশন কর্মমশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিডে ইউরোপে অনেক মানুষ মারা গেছে। আর বাংলাদেশে মারা গেছে আড়াইশ’র মতো। সে তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে, বাংলাদেশে আক্রান্তও খুবই অল্প।’ স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘গত ২৫ এপ্রিল দুই হাজার চিকিৎসক ও ছয় হাজার নার্স নিয়োগের জন্য চিঠি দেওয়া হলে গত ৭ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসে। মাত্র ১০ থেকে ১২ দিনে এত বড় নিয়োগ একটি বিরল ঘটনা।’ একইসঙ্গে খুব শিগগিরই টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App