×

খেলা

যেভাবে সময় কাটছে জাহানারার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২০, ০৪:৪০ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে সারা বিশ্ব। এই ভাইরাসের সংক্রমণ রোধে আপাতত সব খেলা বন্ধ। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে খেলোয়াড়রা। যেহেতু ঘরে বসে সময় কাটাতে হচ্ছে তাই হাত গুটিয়ে বসে নেই বাংলাদেশ নারী দলের দুর্দান্ত বোলার জাহানারা আলম। এসময় তিনি কি করছেন, কীভাবে সময় কাটাচ্ছেন তা এক সাক্ষাৎকারে জানিয়েছেন জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে।

জাহানারা আলমের কাছে প্রথমেই প্রশ্ন ছিল, এই সীমাবদ্ধ সময়টা কি আপনার জন্য খুব কঠিন হয়ে পড়েছে? জবাবে জাহানারা আলম বলেন, ‘লকডাউন শুরুর দিকে খুব বাজে সময় গেছে আমার। পুরো সময়টা ঘরে বসে থাকা ছিল আমার জন্য খুবই কঠিন। তবে ধীরে ধীরে খুব স্বাভাবিক জীবন যাপন করতে শুরু করেছি। গত বছর রজমানের পুরোটা সময় খেলা থাকার কারণে আমি রোজা রাখতে পারিনি। এবার লকডাউনে বাসায় থাকার কারণে নিয়মিতই রোজা রাখছি। নামাজ পড়ছি এবং কোরআন তেলাওয়াত করছি। এসব কাজের কারণে নেতিবাচক সময় আর আমার সামনে আসতেছে না।’

নিজেকে কিভাবে ফিট রাখছেন? জানতে চাইলে জাহানারা বলেন, ‘রমজান শুরুর আগে আমি প্রতি দু’দিন অন্তর এ নিয়ে কাজ করেছি। তবে আমার বাড়িতে জিম করার কোনো সরঞ্জাম নেই। এ কারণে ফিটনেস ধরে রাখার জন্য কাজ করা খুব কঠিন। তবুও আমি সিঁড়ি বেয়ে ওঠা-নামা করা, বাড়িতে কিছু কাজ করা- এসব করার চেষ্টা করেছি। রোজা শুরুর পর ফিটনেস ধরে রাখার কাজ করছি তিনদিন অন্তর অন্তর। তবে সময় কমিয়ে দিয়েছি। কারণ, রোজা রেখে যেন পানিশূন্য না হয়ে পড়ি।’

তিনি আরো বলেন,আমি চিন্তাও করতে পারছি না, লকডাউনের পর আমি আমার পরিবারের সঙ্গে খুব বেশি সময় দিতে পারবো কি না। কারণ, আমাদের সামনে প্রচুর ক্রিকেট রয়েছে। খেলার মাঠেই তখন ব্যস্ত সময় কাটাতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App