×

সারাদেশ

যশোরে প্রতিপক্ষের হামলায় ‘চরমপন্থী’ নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২০, ১০:১১ এএম

যশোরে প্রতিপক্ষের হামলায় ‘চরমপন্থী’ নিহত
জেলার অভয়নগরে প্রতিপক্ষ গ্রুপের হামলায় আতিয়ার রহমান আতাই (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, তিনি চরমপন্থী দলের সদস্য ছিলেন। সোমবার (১১ মে) গভীর রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশের দাবি, হত্যার প্রতিশোধ নিতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহত আতিয়ার রহমান অভয়নগর উপজেলার মোয়াল্লেমতলা গ্রামের শেখ ইসমাইলের ছেলে। অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান, শেখ আতিয়ার রহমান নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির সদস্য। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০১৪ সালে চরমপন্থী নেতা নিশান খুন হয়। নিহতের পরিবার মামলা না দেওয়ায় ওই ঘটনায় আতিয়ার ও তার শ্যালক গিয়াস উদ্দিনের নামে মামলা করে পুলিশ। এরপর থেকে তারা দুইজনই ভারতে পালিয়ে যায়। সাক্ষ্য প্রমাণের অভাবে খালাস পাওয়ায় আতিয়ার এক বছর আগে দেশে ফিরে আসে। এরপর নওয়াপাড়ার জেজেআই জুট মিলে বদলি শ্রমিকের কাজ করে জীবনযাপন করেছিল। ওসি আরও জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আতিয়ারকে তার নিজবাড়ির সামনে নিহত চরমপন্থী নিশানের খালাতভাই লিমন ও তার দুই সহযোগী কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App