×

সারাদেশ

মান্দার প্রথম করোনাজয়ী সাব্বিরকে ফুলেল শুভেচ্ছা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২০, ০৭:২৬ পিএম

মান্দার প্রথম করোনাজয়ী সাব্বিরকে ফুলেল শুভেচ্ছা
নওগাঁর মান্দায় করোনা যুদ্ধে প্রথম বিজয়ী সাব্বির আহমেদকে (২২) ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা কর্মচারিদের পক্ষ থেকে তাকে ফুল ও বিভিন্ন রকমের ফল দিয়ে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে তার হাতে তুলে দেয়া হয়েছে করোনা মুক্তির সনদ। এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুহাম্মদ মশিউর রহমান জানান, গত ২৩ এপ্রিল সন্দেহজনক হিসেবে সাব্বির আহমেদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। ২৯ এপ্রিল তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তাকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত আইসোলেশন কেন্দ্রে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। চিকিৎসায় তার অবস্থা উন্নতি হওয়ায় পুনরায় সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হলে রিপোর্ট নেগেটিভ আসে। ১৪ দিন আইসোলেশনে রাখার পর দ্বিতীয় দফায় পাঠানো নমুনার ফলাফল নেগেটিভ হওয়ায় তাকে করোনা বিজয়ী রোগী হিসেবে ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, করোনা বিজয়ী সাব্বিরের হাতে মুক্তির সনদপত্র, ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন রকমের ফল তুলে দেয়া হয়েছে। পরে হাসপাতালের ব্যবস্থাপনায় তাকে বাড়ি পৌছে দেয়া হয়। অন্যদিকে একই দিন মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহের জন্য স্থাপনকৃত বুথের উদ্বোধন করা হয়েছে। প্রথমদিন এ বুথে ছয়জনের নমুনা সংগ্রহ করা হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ বুথে নমুনা সংগ্রহের কাজ করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App