×

সারাদেশ

নাইক্ষ্যংছড়িতে কর্মহীনদের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২০, ০৫:২৬ পিএম

নাইক্ষ্যংছড়িতে কর্মহীনদের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ
করোনা মোকাবিলায় নাইক্ষ্যংছড়িতে সরকারের সহযোগিতায় কর্মহীন, অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য যে ত্রাণসামগ্রী দেওয়ার তালিকা তৈয়ার হয়েছে তার সিংহভাগই দখল করে নিয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নুরুল আবছারের নিকটতম আত্মীয় স্বজনেরা । সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের তালিকা পর্যবেক্ষণ করে দেখা যায়, তালিকা তৈরীতে ইউপি সদস্যদের বাদ দিয়ে চেয়ারম্যানের আপন মামা ও তার অধিনস্থ জামায়াত-বিএনপির নেতা কর্মী দিয়ে তালিকা করা হচ্ছে। এতে কর্মহীনদের তালিকা তৈরীতে পাওয়া গেছে চেয়ারম্যানের স্বজনপ্রীতির অভিযোগ। পুরো উপজেলায় ত্রাণের ৬৫০০জনের তালিকার মধ্য সদর ইউনিয়ন ১৬৮০জন আর্থিক সহায়তা পাবে বলে সূত্রে জানাযায় । স্থানীয়রা জানান, প্রকৃতপক্ষে যারা ত্রাণ পাওয়ার যোগ্য তাদের নাম তালিকায় নেই। মূলতঃ চেয়ারম্যান নূরুল আবছার এবং মহিলা সদস্যা কাজী রাশেদা বেগম আপন খালাতো ভাই-বোন। তাই নিজেদের পছন্দই ব্যক্তি ও আত্মীয়স্বজনের নাম অন্তর্ভুক্ত করে তালিকা তৈরি করেছে। আর এদিকে মঙ্গলবার (১২ মে) দুপুরে সরজমিনে গিয়ে জানাযায়, পরিষদের ০১ নং ওয়ার্ড এ ৫০ জনের নামের তালিকা থাকলেও ক্রমিক নং অনুসারে দেখা যায় চেয়ারম্যান নুরুল আবছারের পছন্দের একই পরিবারের দুই/তিন জনের করে নাম রয়েছে। ঠিক একই ভাবে চেয়াম্যান নুরুল আবছারের আপন খালাতো বোন মহিলা সদস্যা কাজী রাশেদা বেগমের আপন দুই ভাই মসজিদ ঘোনা এলাকার তালিকার ক্রমিক অনুসারে ৬৮৭ নং মৃত কাজী আমীর হোসেনের পুত্র কাজী মো,আলী,৭৩৬ নং মৃত কাজী আমীর হোসেনের পুত্র কাজী রহিম উল্লাহ এবং দুই ছেলে তালিকার ক্রমিক অনুসারে ৬৯২ নং মো,ইলিয়াছ এর পুত্র আরমান হাসান রাহাত, ৭২২নং মো,ইলিয়াছের পুত্র কামরুল হাসান নাম বিদ্যমান। তবে খোঁজ নিয়ে জানাযায়, চেয়ারম্যানের আপন দুই খালাতো ভাইয়ের মধ্যে মো,আলী এন,এন,সি ব্যাংক কক্সবাজার শাখায় অফিসার পদে চাকুরিতে রয়েছেন। অন্যজন কাজী রহিম উল্লাহ পিলিপস্ ইলেক্ট্রনিক কোম্পানির কক্সবাজা জেলা এরিয়া ম্যানেজার পদে আছেন।তারা দুই জনেই স্বচ্ছল । সদরের ১নং ওয়ার্ডের মেম্বার আরেফ উল্লাহ ছুট্টু জানান, করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারি ত্রাণ সহায়তা দিতে কর্মহীন ও দুস্থ মানুষদের তালিকায় অস্বচ্ছতার অভিযোগ তুলেছি আমরা। আমাদেরকে বাদ দিয়ে চেয়ারম্যানের মনগড়া পছন্দের ব্যক্তি নিয়ে স্বজনপ্রীতির তালিকা করা হচ্ছে। সেহেতু আমাদেরকে কোন মূল্যায়ন করা হচ্ছে না। চেয়ারম্যানের মতো আমরাও জনগণের ভোট নিয়ে পরিষদে এসেছি। চেয়ারম্যানের আপন খালাতো বোন আমাদের পরিষদের একজন মহিলা সদস্য। পরিষদে ভাই-বোনের কারসাজিতে রেজুলেশন থেকে শুরু করে অনেক অনিয়মের অভিযোগও রয়েছে। যা সময় মতো প্রকাশ করা হবে। এই তালিকাতে রয়েছে আমার ওয়ার্ডে মহিলা সদস্যা রাশেদা বেগমের আপন দুই পুত্র ও আপন দুই ভাইয়ের নাম। ভাইয়ের মধ্যে একজন ব্যাংকার অন্যজন জেলা এরিয়া ম্যানেজার। আমাদের অগোচরে এসব স্বজনপ্রীতি তালিকা হলে আমরা পরিষদ বর্জন করতে বাধ্য হবো। সংশ্লিষ্টদের হস্তক্ষেপসহ পূঃনরায় তালিকা যাচাই-বাছাই করে সঠিক তালিকা তৈরি করার জোর আবেদন করছি। ৩নং ওয়ার্ডের মেম্বার ছা হ্লা অং চাক জানান, চেয়ারম্যান আমাকে বাদ দিয়ে যাকে তালিকা তৈরি করতে দিয়েছে সেই সাম্প্রদায়িক মন মানসিকতা নিয়ে যোগসাজসে চাক সম্প্রাদয়ের কয়েকজন স্বচ্ছল ব্যাক্তিদেরকে তালিকাতে অর্ন্তভূক্ত করে অসহায় দরিদ্র মানুষগুলোকে সরকারি সহোযোগিতা থেকে বঞ্চিত করেছেন। এই তালিকা পূনঃরায় যাচাই-বাছাই করে অসহায় দরিদ্র মানুষকে অর্ন্তভূক্ত করার জোর দাবি জানাচ্ছি সংশ্লিষ্টদের প্রতি। ৬নং ওয়ার্ডের মেম্বার মো,ফরিদুল আলম জানান, চেয়ারম্যানের আবছারের সাথে তালিকা করা বিষয়টিতে কেন আমাদেরকে বাদ দিয়েছেন তা জানতে গেলে এক পর্যায়ে তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে অশালীন কথাবার্তা বলে হুমকি দেয় এবং আমার দিকে তেড়ে আসতে থাকে। এলাকার লোকজন জড়ো হতে দেখে তখন সে পিছ পা হয়ে যায়। ৮নং ওয়ার্ডের মেম্বার মো,সাবের আহাম্মদ জানান, চেয়ারম্যানকে বারবার সজনপ্রীতি না করার বারবার অনুরোধ করা সত্ত্বেও সরকারি নির্দেশনা ও গাইডলাইন অগ্রাহ্য করে নিজের স্বার্থে খেয়াল খুশিমতো আপন মামা ও জামায়াত বিএনপির লোক দিয়ে ত্রাণের তালিকা তৈরি করা হয়েছে।বর্তমান দূর্যোগকালে এটা চরম জনস্বার্থবিরোধী কাজ। এ ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও ইউপি চেয়ারম্যান নুরুল আবছারের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি জানান, করোনায় অসহায়, কর্মহীন ও হতদরিদ্ররা ত্রাণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। ত্রাণের বন্টন নিয়ে কারচুপি ও স্বজনপ্রীতি সহ্য করা হবে না। আর যাদের নাম অর্ন্তভূক্ত করা হয়েছে তা যাচাই করে অভিযোগ প্রমাণ হলে তাদেরকে তালিকা থেকে কর্তন করা হবে। তবে হতদরিদ্ররা যাতে সরকারি ত্রাণ পাওয়া থেকে বঞ্চিত না হয় সেদিকে জনপ্রতিনিধিদের লক্ষ্য রাখতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App