×

স্বাস্থ্য

নতুন মৃত্যু ১১, শনাক্ত আরও ৯৬৯

Icon

nakib

প্রকাশ: ১২ মে ২০২০, ০২:৪১ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের এবং আক্রান্ত হয়েছেন আরও ৯৬৯ জন। দেশের ৩৮ টি ল্যাবে মোট ৬ হাজার ৭৭৩ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্তের এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে দেশে মোট মৃত্যু হয়েছে ২৫৬ জনের এবং মোট আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৬৬০ জন। নতুন করে ২৪৫ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ৩ হাজার ৯১৪৭ জন। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬৩৮ জনের নমুনা। তবে গতকালের চেয়ে আজ নমুনা পরীক্ষ কমেছে ৪৩৫টি। মঙ্গলবার (১২ মে) দুপুরে দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। মৃতদের ৭ জন পুরুষ এবং ৪ জন নারী। তাদের ৫ জন ঢাকার ২ জন চট্রগ্রামের এবং একজন করে নরসিংদী, নারায়নগঞ্জ ও সিলেটের। অবস্থানগত দিকে দিয়ে ১০ জনের অবস্থান জানানো হয়েছে তবে আরও একজন মৃতের অবস্থান জানানো হয়েনি ব্রিফিং থেকে। অন্যদিকে করোনা জয় করতে সবাইকে তাজা শাক-সবজি ও ফল খেতে পরামর্শ দেয়া হয়। রমজানে স্বাস্থ্যবিধি ও প্রচুর পানি পান করতে বলা হয়। উল্লেখ্য, গতকাল মৃত্যু হয়েছিল ১১ জনের এবং একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল মোট ১০৩৪ জন। ফলে গতকালের চেয়ে আজকে আক্রান্তের সংখ্যা কমেছে ৬৫ জন এবং মৃত্যু একই রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App