×

জাতীয়

করোনায় সহযোগিতার হাত বাড়িয়ে দিল ঢাকা রামকৃষ্ণ মিশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২০, ০৬:৫৭ পিএম

করোনায় সহযোগিতার হাত বাড়িয়ে দিল ঢাকা রামকৃষ্ণ মিশন

ত্রাণ বিতরণ

কোভিড-১৯ এর প্রদুর্ভাবে উদ্ভুত পরিস্থিতিতে আর্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ঢাকা রামকৃষ্ণ মিশনসহ প্রতিষ্ঠানের শাখা সমূহ। ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠানটি ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। মঙ্গলবার ঢাকা রামকৃষ্ণ মিশনে ছয়শ পরিবারের হাতে তুলে দেয়া হয় ত্রাণ সামগ্রী। এর আগে রবিবার এবং ৪ ও ৫ মার্চ গোলপবাগ, নাজিরাবাজার, ওয়ারি, কাজীপাড়া, গেন্ডারিয়া, কে এম দাস লেন, আগাসাদেক রোডের নির্বাচিত ৫’শ পরিবারের সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করে ঢাকা রামকৃষ্ণ মিশন। মিশনের ভক্ত, শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ। তিনি বলেন, আমরা এ পর্যন্ত ১১শ পরিবারের সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। ত্রান সামগ্রীর মধ্যে ছিলো, চাল, ডাল, আলু, লবণ, তেল এবং সাবান। ভক্ত, শুভানুধ্যায়ীদের অর্থসহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। করোনা পরিস্থিতির উন্নতি না হলে এই ত্রাণ কার্যক্রম আমরা অব্যাহত রাখবো। স্বামী বিবেকানন্দের ‘শিব জ্ঞানে জীব সেবা’ এই আদর্শে উদ্ভুত এই প্রতিষ্ঠান বিভিন্ন দুর্যোগে আর্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App