×

আন্তর্জাতিক

ইউরোপে কমছে বাড়ছে এশিয়াতে

Icon

nakib

প্রকাশ: ১২ মে ২০২০, ১২:০৪ পিএম

ইউরোপে কমছে বাড়ছে এশিয়াতে

৮ সাপ্তাহ পর খুলে দেয়া হয়েছে ফ্রান্স

করোনা ভাইরাস কমতে থাকায় লকডাউন শিথিল হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। তবে চীন- দক্ষিণ কোরিয়াতে নতুন করে করোনা শনাক্ত হওয়ায় দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। একদিকে স্থবির অর্থনীতি চালু করার চ্যালেঞ্জ অন্যদিকে বিশ্বে মৃত্যুর মিছিলে যোগ দিয়েছে প্রায় ২ লাখ ৮৪ হাজার মানুষ এবং আক্রান্ত হয়েছে ৪০ লাখের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে বিশ্বের সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটলেও সেখানে দ্বিতীয় দিনের মতো শনাক্তের সংখ্যা কমে এসেছে। একই সময়ে লকডাউন শিথিল করেছে স্পেন এবং ফ্রান্স। যুক্তরাজ্যও ৫ ধাপে লকডাউন তুলে নিতে কর্মপরিকল্পনা প্রকাশ করেছে। অন্যদিকে চীনের উহানে আবারও আক্রান্ত হচ্ছে মানুষ। তাছাড়া দক্ষিণ কোরিয়োতেও নতুন করে করোনা শনাক্ত পাওয়া যাচ্ছে। তাছাড়া গ্রিস, নেদারল্যান্ড, সুইজারল্যান্ডে স্বাভাবিক জীবন ফিরে এসেছে। জার্মানীতে দোকান, জিম ও স্কুল খুলে দেয়া হয়েছে। তবে একই সময়ে আক্রান্ত বাড়ছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App