×

আন্তর্জাতিক

লন্ডন থেকে দেশে ফিরল ১১৪ বাংলাদেশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২০, ০২:১৭ পিএম

লন্ডনে আটকেপড়া ১১৪ বাংলাদেশিকে নিয়ে দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। তারা পড়াশুনা ও পর্যটনের জন্য লন্ডনে গিয়ে লকডাউনের কারণে আটকা পড়েন। সোমবার (১১ মে) সকাল ৯টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানের বিশেষ ফ্লাইটটি। বিমানের ডিজিএম (পিআর) তাহেরা খন্দকার এ তথ্য জানান।

এর আগে বিমানের ম্যানেজিং ডিরেক্টর ও সিই মোকাব্বির হোসেন জানিয়েছিলেন, আমাদের আটকেপড়া নাগরিকদের ফিরিয়ে আনতেই এসব ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। ভারত সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ১৪ মার্চ থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান দিল্লি ও কলকাতা রুটের সব ফ্লাইট বন্ধ করে। এর আগে ভারতে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে সরকারের নির্দেশে একাধিক বিশেষ ফ্লাইট পরিচালনা করে বিমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App