×

আন্তর্জাতিক

ভারতে আক্রান্ত বাড়লেও চালু হচ্ছে ট্রেন

Icon

nakib

প্রকাশ: ১১ মে ২০২০, ০৫:২৪ পিএম

ভারতে আক্রান্ত বাড়লেও চালু হচ্ছে ট্রেন

ভারতের রেল

করোনা ভাইরাসের প্রভাবে ভারতে দীর্ঘ ৭ সপ্তাহের লকডাউনের পর সীমিত আকারে দেশটির রেল যোগাযোগ খুলে দেয়া হচ্ছে। দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ডের মধ্যেই মঙ্গলবার (১২ মে) থেকে চালু হচ্ছে রেল যোগাযোগ।

ভারতের ১৩০ কোটি মানুষকে লকডাউনে রাখার পর এখন তা তুলে নিতে চাপ বাড়ছে সরকারের ওপর। রাজনৈতিক দল, ব্যবসায়ী এবং নাগরিকরা শ্রমজীবি মানুষদের জীবিকা ধ্বংস করা হয়েছে বলে সরকারের সমালোচনা করছেন। আক্রান্ত বাড়তে থাকায় ভারতে ১৭ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছিল। এরই মধ্যে দেশটির রেলমন্ত্রী প্রাথমিকভাবে ১৫টি রেল চালু করার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, এসব ট্রেন দিল্লি থেকে মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুর, কলকাতা এবং অন্যান্য বড় শহরে চলাচল করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App