×

ফুটবল

বিক্রি নয়, বিশ্বকাপজয়ী জার্সি দান করলেন ম্যারাডোনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২০, ০১:৫৭ পিএম

বিক্রি নয়, বিশ্বকাপজয়ী জার্সি দান করলেন ম্যারাডোনা

ম্যারাডোনা

বিক্রি নয়, বিশ্বকাপজয়ী জার্সি দান করলেন ম্যারাডোনা

ম্যারাডোনার সেই জার্সি

করোনাভাইরাসে অসহায়দের পাশে দাঁড়াতে অনেক খেলোয়াররাই তাদের জীবনের অনেক অর্জন নিলামে তুলে দিয়েছেন। এবার সে যুদ্ধে সামিল হলেন ফুটবলের সাথে যার নাম লিখা দিয়েগো ম্যারাডোসা। করোনা যোদ্ধাদের সাহায্য করতে নিজের ১৯৮৬ বিশ্বকাপ জয়ের জার্সি দান করলেন আর্জেন্টিনার এই কিংবদন্তী। ওই বিশ্বকাপে পড়ে খেলেছিলেন, এমন একটা জার্সি নিজের অটোগ্রাফসহ দান করলেন তিনি। [caption id="attachment_219820" align="alignnone" width="700"]ম্যারাডোনার জার্সি ম্যারাডোনার সেই জার্সি[/caption] জার্সিতে ম্যারাডোনা লিখেছেন, ‘‘ আমরা এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারব। ’’করোনায় বিপর্যস্ত ম্যারাডোনার দেশ আর্জেন্টিনাও। সে দেশে বেড়েই চলেছে সংক্রমণের সংখ্যা, সেই সঙ্গে মৃত্যুও। তাই দেশবাসীর সাহায্যে এগিয়ে এলেন মারাদোনাও। তার দান করা জার্সি এবার নিলামে তোলা হবে। তার থেকে সংগৃহীত অর্থ করোনা রোগীদের চিকিৎসার কাজে লাগানো হবে। ইতিমধ্যেই আর্জেন্টিনার অসহায় মানুষদের হাতে মাস্ক এবং খাবারও তুলে দেওয়া হয়েছে। আর্জেন্টিনার মানুষদের কাছে ম্যারাডোনা শুধু একজন ফুটবলারই নয়। তিনি তাদের কাছে দেবতার মতো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App