×

প্রবাস

কুয়েতে আটকা পড়ারা ফিরছেন মঙ্গলবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২০, ১০:০৬ এএম

কুয়েতে আটকা পড়ারা ফিরছেন মঙ্গলবার

কুয়েত এয়ারলাইন্স

করোনা পরিস্থিতির কারনে কয়েতে আটকা পড়ে থাকা চার হাজার ছয় শ প্রবাসী বাংলাদেশিকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল মঙ্গলবার (১২মে) থেকে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন। কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম মুঠোফোনে এ তথ্য জানান। তিনি জানান, প্রথম দফায় কুয়েত এয়ারলাইনস ও জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটে প্রায় ১ হাজার ৮০০ বাংলাদেশি দেশে ফিরবেন।

করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে কুয়েত সরকার গত মাসে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে। ওই ক্ষমার আওতায় বাংলাদেশের চার হাজার ৬০৭ জন আত্মসমর্পণ করে গত মাসের শুরু থেকে অবস্থান করছেন দেশটির চারটি বন্দী শিবিরে। খাবারের সংকট, দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা আর বিনা চিকিৎসায় কয়েকজন সহকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে শিবিরে থাকা বাংলাদেশের কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এদের কেউ কেউ গত সপ্তাহে মিসরীয় কর্মীদের আয়োজিত বিক্ষোভে যোগ দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App