×

সারাদেশ

কালীগঞ্জে ৮৭ জন করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২০, ০১:০১ পিএম

কালীগঞ্জে ৮৭ জন করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-নার্স-কর্মচারী, থানা পুলিশ সদস্যসহ করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৯৩ জন। ইতোমধ্যে ওই আক্রান্তরে মধ্যে থেকে ৮৭ জন সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন। সোমবার (১১ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ।

গত ২৪ ঘন্টায় নতুন করে দুইজন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দুইজনই কালীগঞ্জ পৌর এলাকার বাসিন্দা। তবে আক্রান্তের ৯৩ জনের মধ্যে এখন আইসোলেশনে আছেন মাত্র ৬ জন। ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বলেন, থানায় কর্মরত ১৬ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়। বর্তমানে সবাই করোনা মুক্ত।

উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও ইউএনও মো. শিবলী সাদিক জানায়, ১২ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ উপজেলায় ৬৪২ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর থেকে পরীক্ষা করা হয়েছে। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ চিকিৎসক, ৬ নার্স ও ১৩ কর্মচারীসহ ২৫ জন, ১৬ পুলিশ সদস্য, তার অফিসের ৪ জন কর্মচারীসহ মোট ৮৭ জন সুস্থ্ হয়ে ফিরেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App