×

আন্তর্জাতিক

করোনা আক্রান্তে পুতিনের দেশ তৃতীয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২০, ০৭:৪০ পিএম

করোনা আক্রান্তে পুতিনের দেশ তৃতীয়

মস্কো লকডাউন

করোনাভাইরাসের প্রভাবে রাশিয়ার পরিস্থিতি যে ভয়াবহ সেটা আগে থেকে অনুমেয় ছিল। এবার সেই অনুমানই সত্যি হল। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বে তৃতীয় এখন রাশিয়া। আমেরিকা এবং স্পেনের পরেই রয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ।

রাশিয়ায় এখন কোভিড আক্রান্তের সংখ্যা মোট ২,২১,৩৪৪। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রামিত হয়েছেন ১১,৬৫৬ জন। রাশিয়াতে কোভিড-১৯ সংক্রমণে মৃতের সংখ্যা ২ হাজার পেরিয়েছে। এখানে মৃত্যু হয়েছে মোট ২০০৯ জনের। তবে সুস্থ হয়ে উঠেছেন মোট ৩৯,৮০১ জন।

অর্ধেকেরও বেশি সংক্রমণ ছড়িয়েছে রাশিয়ার রাজধানী মস্কোতে। ইতিমধ্যেই মস্কোকে রাশিয়ায় করোনার এপিসেন্টার বলা হয়েছে। রবিবার থেকে সোমবারের মধ্যে মস্কোতে কোভিড সংক্রমণের শিকার হয়েছেন ৬১৬৯ জন। মস্কোতে আক্রান্তের সংখ্যা মোট ১,১৫,৯০৯।

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪২ লাখ পেরিয়েছে। মৃত্যু হয়েছে তিনলাখের কাছাকাছি। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ১৫ লাখের বেশি।

এখনও পর্যন্ত সারা পৃথিবীতে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির শুধু নিউইয়র্কেই কোভিড আক্রান্ত হয়েছেন অন্যান্য দেশের তুলনায় কয়েকগুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App