×

আন্তর্জাতিক

ফের সংক্রমণ বাড়ছে দক্ষিণ কোরিয়া-চীনে

Icon

nakib

প্রকাশ: ১১ মে ২০২০, ১২:৪৪ পিএম

করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। তবে আক্রান্ত রোগীর সংখ্যা হ্রাস পাওয়ায় করোনা জয়ের জন্য উদাহরণ হিসেবে দেখা হয় চীন ও দক্ষিণ কোরিয়াকে। কিন্তু দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের একটি অংশে নতুন করে করোনা রোগী বাড়তে থাকায় ভাইরাসটির দ্বিতীয় আক্রমণের আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে চীনের ‍দুটি শহরেও নতুন করে লকডাউন আরোপ করা হয়েছে।

দক্ষিণ কোরিয়াকে করোনা ভাইরাস প্রতিরোধে সফল দেশের অন্যতম হিসেবে মনে করা হয়। তবে কিছুদিন লকডাউন শিথিল করার পর দেশটিতে আবারও আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তাই দেশটির প্রেসিডেন্ট মুনজে ইন দেশটির জনগণকে সতর্ক করেছেন।

তাছাড়া চীনের সুলাম ও জিলিন শহরে নতুন রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে। তবে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো করোনার উৎপত্তিস্থল উহানে আবারও আক্রান্তের ঘটনা ঘটছে। উল্লেখ্য, কিছুদিন আগে ৭৬ দিন অবরুদ্ধ থাকার পর শহরটি খুলে দেয়া হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App