×

জাতীয়

হতদরিদ্রদের মাঝে ডিএসসিসির খাদ্যসামগ্রী বিতরন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২০, ০২:৪০ পিএম

হতদরিদ্রদের মাঝে ডিএসসিসির খাদ্যসামগ্রী বিতরন

ডিএসসিসির খাদ্যসামগ্রী বিতরন

পবিত্র রমজান উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নগরীতে বসবাসকারী অসহায় হতদরিদ্র ছিন্নমূল এক লক্ষ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরনের উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগের প্রথম পর্যায়ে ২৫০০০ (পঁচিশ হাজার ) পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। এর অংশ হিসেবে রবিবার ( ১০ মে) নগর ভবনে ৩০ ট্রাক খাদ্যসামগ্রী এসে পৌঁছে।

কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক অন্চল ১, অন্চল ৩ এবং অন্চল ৪ এর মোট ৩০ টি ওয়ার্ডের কাউন্সিলর/ প্রতিনিধিদের কাছে এ খাদ্যসামগ্রী তুলে দেন।

প্রতিটি ওয়ার্ডের জন্য ৩৩৩ প্যাকেট হিসেবে ৭৫ টি ওয়ার্ডেই এ খাদ্যসামগ্রী প্রদান করা হবে। এ সপ্তাহের মধ্যেই বাকী ৪০ টি ওয়ার্ডের কাউন্সিলদের মধ্যে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

প্রদত্ত খাদ্যসামগ্রীর প্যাকেটের মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ২ কেজি চিনি, ১ কেজি লবন, ১ টা সাবান, ৪০০ গ্রাম গুড়াদুধ, ২ কেজি ছোলা ও ২ কেজি মুড়ি রয়েছে। প্রথম পর্যায়ে এ খাদ্যসামগ্রী ক্রয় বাবদ প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়িত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App