×

ফুটবল

মসজিদে দুর্বৃত্তের গুলিতে সাবেক গোলরক্ষক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২০, ০৩:৫৩ পিএম

মসজিদে দুর্বৃত্তের গুলিতে সাবেক গোলরক্ষক নিহত

আবদিওয়ালি ওলাদ কানিয়ারি

সোমালিয়ার সাবেক গোলরক্ষক আবদিওয়ালি ওলাদ কানিয়ারিক মসজিদে তারাবিহর নামাজ আদায় করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। হামলা হওয়ার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কানিয়ারিকে গুলি করে পালিয়ে যান অজ্ঞাত বন্দুকধারী ব্যক্তি। আগামী শুক্রবার তার ৪০তম জন্মদিন পালনের কথা ছিল। কিন্তু তার আগেই চলে গেলেন না ফেরার দেশে। সোমালি ফুটবল ফেডারেশন (এসএফএফ) এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, বৃহস্পতিবারের গুলিতেই মৃত্যু হয়েছে কানিয়ারির। যিনি বি গ্রেডের কোচিং লাইসেন্স নিয়ে ফেডারেশনেও কর্মরত ছিলেন। ২০১৫ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর আগে অসাধারণ এক ক্যারিয়ার পার করেছেন কানিয়ারি। ৩৯ বছর বয়সী এ সাবেক ফুটবলারের মৃত্যুতে ভেঙে পড়েছেন এসএফএফ প্রধান আবদিকনি সাঈদ আরব। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘এটা সত্যিই আমাদের জন্য দুঃখজনক। আমরা একজন তরুণ প্রতিভাবান কোচকে হারালাম, যার লক্ষ্য ছিল বিশাল। ফুটবল নিয়ে তার পরিকল্পনা ছিল সুদুরপ্রসারী। সোমালি ফুটবল পরিবারের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি আমি। আমরা তাকে মিস করবো।’ ১৯৮০ সালের ১৫ মে জন্মগ্রহণ করেছিলেন সোমালিয়ান গোলরক্ষক কানিয়ারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App