×

জাতীয়

ভারত থেকে ৬ রুটে পণ্য পরিবহন করতে চায় রেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২০, ১০:৪৪ এএম

ভারত থেকে ৬ রুটে পণ্য  পরিবহন করতে চায় রেল

এবিসি বিপিএল

করোনা সংক্রমণের আশঙ্কায় মাসাধিককাল বন্ধ বাংলাদেশ রেলওয়েসহ সড়ক ও নৌপরিবহন। এর মধ্যে কয়েকটি কন্টেইনার ও ওয়াগানবাহী ট্রেন চলাচল করছে। গত সপ্তাহে ঘটা করে সবজি, ফলমূল, মাছসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বহনের জন্য ৩টি বিশেষ ল্যাগেজ ট্রেন চালানোর চেষ্টা করে রেলওয়ে। কিন্তু চাহিদা না থাকায় তাও ২-৩ দিন পরে বন্ধ করতে বাধ্য হয়েছে সংস্থাটি। এবারে ভারত থেকে যেসব পণ্য বাংলাদেশে আসে সেসব পণ্য রেলে বহন করার জন্য ভারতের সঙ্গে এক ভিডিও কনফারেন্স করেছে বাংলাদেশ রেলওয়ে, বাণিজ্য মন্ত্রণালয় ও ভারতীয় হাইকমিশন। সেখানে রেলওয়ের পক্ষ থেকে ভারতের ভেতর বা বাংলাদেশ ভারতের বর্ডার থেকে পেঁয়াজ, আদা, রসুন, চাল, ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী ও পাথর, বিটুমিনসহ বিভিন্ন দ্রব্যাদি বহন করার প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। গত মঙ্গলবার ভোরের কাগজকে তিনি বলেন, কবে থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে তা বুঝতে পারছি না। এটা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। তবে যেকোনো দিন ট্রেন চালানোর জন্য আমরা প্রস্তুত আছি। বাস, নৌ যেদিন থেকে চলাচলের অনুমতি দেবে সেদিন থেকে নিশ্চয়ই ট্রেনও চলবে। মন্ত্রী বলেন, তবে আমরা শাকসবজি, কন্টেইনার তেলবাহী ট্রেন তো চালাচ্ছি। প্রথম থেকেই পরিবহন করছি। ইদানীং ভারত থেকে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, ডাল, চাল বা অন্যান্য যেসব মালামাল আসছে তা ট্রেনে করে পরিবহন করার জন্য ভারতীয় হাইকমিশনের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়সহ আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছি। সেখানে আমরা বলেছি, প্রয়োজনে আমাদের ট্রেন ভারতের অভ্যান্তরে বা বর্ডার থেকে মালামাল দেশের যেকোনো প্রান্তে বহন করতে রাজি। এর জন্য বাণিজ্য মন্ত্রণালয় দুদেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে, চেম্বার অব কর্মাসের সঙ্গে আলাপ করবে, আমরাও তাদের স্বল্প ব্যয়ে নিরাপদে মালামাল পৌঁছে দেবার সুযোগ সৃষ্টির কথা বলব। এতে আমাদের আয় যেমন বাড়বে, তেমনি অল্প খরচে নিরাপদে মাল আনা নেয়া সম্ভব হবে। এ বিষয়ক আমাদের প্রস্তাব ভারতীয় হাই কমিশন ইতিবাচক বলে মেনে নিয়েছে। তারা ভারতীয় কর্তৃপক্ষ বা ব্যবসায়ী এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করার বিষয়ে সহমত পোষণ করেছেন। আশা করা যায় আতি অল্প সময়ের মধ্যে আমরা ভারত থেকে বিভিন্ন বর্ডার দিয়ে যেসব পণ্য এদেশে আসে সেগুলো রেলের মাধ্যমে আনতে পারব। রেলের পণ্য পরিবহন বিভাগ জানিয়েছে, আগেও ভারত থেকে মালামাল পরিবহন করত বাংলাদেশ রেলওয়ে। সেজন্য দর্শনা, বেনাপোল, চিলাহাটি, আখাউড়াসহ ৬টি পথে রেল যোগাযোগ স্থাপিত হচ্ছে। এসব পথে পণ্য পরিবহন করতে ভারত সরকারও যেমন রাজি তেমনি বাংলাদেশ সরকারও রাজি। এতে রেলের বছরে ৪-৫ শত কোটি টাকারও বেশি আয় হতে পারে বলে মনে করছেন রেলের পণ্য পরিবহন বিভাগ। কেননা, সড়ক বা নৌপথে মালামাল আনার যে সময়, ঝক্কি-ঝামেলা বা অতিরিক্ত ব্যয় হয় রেলের মাধ্যমে তা কমে আসবে। এতে ব্যবসায়ীদের যেমন সময় বাঁচবে তেমনি অর্থ সাশ্রয় হবে। সে কারণে দুদেশের ব্যবসায়ীরাও ভারত বাংলাদেশের মধ্যে মালামাল পরিবহনের বিষয়টিতে জোর দিচ্ছেন। আর রেলওয়েও সে সুযোগটি নিয়ে তার পরিধি বিস্তারের চেষ্টা করছে বলে রেলসূত্রে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App