×

সারাদেশ

ধান মাড়াইয়ে ব্যস্ত গ্রামীণ নারীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২০, ০৩:৪৯ পিএম

ধান মাড়াইয়ে ব্যস্ত গ্রামীণ নারীরা

ফাইল ছবি

গ্রাম বাংলায় শুরু হয়েছে বোরো ধান কাটার ধুম। ধান কাটা থেকে গোলায় ভরা পযন্ত রয়েছে নারীর হাতের ছোঁয়া। তাই তো ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত হয়ে পড়েছে গ্রামীণ নারীরা। দেশের বিভিন্ন উপজেলার মতো ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার গ্রামীণ নারীরা রাতভর সেই ধান মাড়াই, খড় শুকানো, ধান সিদ্ধ, রোদে শুকানোসহ গৃহস্থের গোলা ভর্তি করতে ব্যস্ত সময় পাড় করছে । সরেজমিনে বাক্তা ইউনিয়নের শ্রীপুর বাক্তা দক্ষিণপাড়া গ্রামের গৃহিনী মুর্শিদা বেগম সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর বোরো ধান খুব ভালো হয়েছে। প্রায় এক একর জমিতে আমন ধান চাষ করেছেন তারা। ধান কাটা শেষে এখন ধান শুকানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বৈলাজান গ্রামেন রাশিদা জানান, রোজার মধ্যে ধানের কাজ খু্বই কষ্টের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App