×

খেলা

কোহলির সঙ্গে দ্বন্ধের কারণ জানালেন রুবেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২০, ০৭:১৩ পিএম

কোহলির সঙ্গে দ্বন্ধের কারণ জানালেন রুবেল

ফাইল ছবি

অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া ২০১৫ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে বাংলাদেশ। আর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। সেই ম্যাচটিতে ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিকে আউট করেছিলেন টাইগার পেসার রুবেল হোসেন। আর কোহলিকে আউট করার পরই তার দিকে চোখ রাঙ্গানি দিয়ে যেভাবে রুবেল উদযাপন করেছিলেন তা নিশ্চয় মনে আছে সকলের। সেই আউটের পরই বোঝা গিয়েছিল দুজনের মধ্যে কিছু একটা নিয়ে দ্বন্ধ আছে। তো দুজনের মধ্যে কি নিয়ে দ্বন্ধ আছে সেটা নিয়ে লাইভ আড্ডায় রুবেলের কাছে জানতে চেয়েছিলেন তামিম ইকবাল। আর সেই প্রশ্নের জবাবেই রুবেল জানিয়েছেন তাদের দ্বন্ধের ব্যপারটা। এ নিয়ে রুবেল বলেন, ‘আমরা একসঙ্গে অনূর্ধ্ব-১৯ খেলেছি। সেই অনূধ্ব-১৯ থেকে ওর সঙ্গে একটা দ্বন্ধ লেগে আছে। অনূর্ধ্ব-১৯ এ অনেক বেশি ¯স্লেজিং করত। জাতীয় দলে হয়তো একটু কমছে কিন্তু অনূর্ধ্ব-১৯ দলে থাকতে প্রচুর স্লেজিং করতো।’

রুবেল আরো বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ এর একটা ত্রিদেশীয় ট‚র্নামেন্ট ছিল। ও প্রচুর ¯স্লেজিং করছিল। আমাদের ব্যাটসম্যান যে-ই নামছিল প্রচুর গালিগালাজ করছিল। সে কীভাবে গালিগালাজ করে এটা আমরা সবাই জানি। ওখানে ওর সঙ্গে খারাপ একটা ঘটনা ঘটেছিল আমার। আমি ওকে আউট করার পর গালি দিয়েছিলাম। ও ব্যাটটা উল্টো করে ধরে গালি দিচ্ছিল আমাকে। আমি ওর দিকে তেড়ে যাই। ও নিজেও আমার দিকে তেড়ে আসছিল। আম্পায়ার এসে শান্ত করেন আমাদের। ওই থেকেই ওর সঙ্গে আমার একটা দ্বন্ধ শুরু। এরপর জাতীয় দলে ওকে দেখেছেন, বিশ্বকাপেও দেখেছেন। জানেনই তো ও কী রকম স্লেজিং করে। বিশেষ করে বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে ও যেভাবে ¯স্লেজিং করে। জাতীয় দলে ওর সঙ্গে আমার দু-একবার বেধেছে ওরকম। আসলে এটার শুরু সেই অনূর্ধ্ব-১৯ থেকে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App