×

সারাদেশ

হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২০, ০৯:৫৫ পিএম

হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার!
হালদা নদীতে এবার আরও একটি ডলফিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার (৮ মে) রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের জিয়া বাজার এলাকার ছায়ারচর নামক স্থানে এই নিরীহ সামুদ্রিক প্রাণী ডলফিন হত্যার ঘটনা ঘটেছে। সকালের দিকে এটি উদ্ধার করে স্থানীয়রা। জানা যায়,সকালের দিকে সংবাদ পাওয়ার সাথে সাথে আইডিএফ-এর কর্মী মিমু দাস এবং স্বেচ্ছাসেবক রওশনগীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃত ডলফিনটি উদ্ধার করে গড়দুয়ারা এলাকায় আইডিএফ অফিসে নিয়ে আসে। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। একসময় জীব বৈচিত্র্য রক্ষাকারী ডলফিনে পরিপূর্ণ ছিল এ নদী। তখন এতো দূষিত ছিল না। বর্তমানে কারখানার বর্জ্য, পলিথিন, নদী সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত মুরগির খামারের বর্জ্য, নাজিরহাটসহ বিভিন্ন হাটবাজার ও এলাকার বর্জ্য পড়ে নদীটি ব্যাপক হারে দূষিত হচ্ছে। তাছাড়া নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন চলছে। বালুবাহী ইঞ্জিন চালিত নৌকার আঘাতে প্রায় সময় ডলফিন মারা যাচ্ছে। হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জুলোজি'র শিক্ষক প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া জানান, সকালের দিকে ডলফিনটিকে হত্যা করা হয়। ডলফিনটির দৈর্ঘ্য ৫ ফুট ২ ইঞ্চি এবং ওজন ৫২ কেজি। গত ২১ মার্চ ২৩তম ডলফিনের মৃত্যুর পর ১৮ দিনের মধ্যে এটি ২৪তম ডলফিনের মৃত্যু। ডলফিনটিকে মাথা বরাবর আড়াআড়িভাবে এবং ঘাড় থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য বরাবর কাটা হয়েছে। তিনি বলেন, হত্যাকাণ্ডের এই চিহ্ন বিগত সময়ের মৃত ডলফিনগুলোর চেয়ে একটি নতুন ইংগিত বহন করে। ধারণা করা হচ্ছে কোন জেলের অবৈধ জালে আটকা পরলে ডলফিনটিকে ডাঙ্গায় তোলা হয় এবং কেটে চর্বি নেয়ার চেষ্টা করা হয়। এই ঘটনাটি হালদা নদীর ডলফিন সংরক্ষণের জন্য একটি অশনি সংকেত বলে মনে করছেন তিনি। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর মাটি চাপা দেয়া হয় বলে জানা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App