×

সারাদেশ

সিংগাইরে জমি নিয়ে বিরোধ, দু’ভাই টেঁটাবিদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২০, ০৮:৩৪ পিএম

সিংগাইরে জমি নিয়ে বিরোধ, দু’ভাই টেঁটাবিদ্ধ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বাউদিপাড়া চকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দু’ভাই টেঁটাবিদ্ধ হয়েছেন। সেই সঙ্গে সংঘর্ষে দু’পক্ষের ৭ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার (৮ মে) সিংগাইর থানায় দু’ পক্ষ থেকেই পৃথক মামলা দায়ের করা হয়েছে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের সুকুমুদ্দিন ও মজর আলীর পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। গত বৃহস্পতিবার বিকেলে বাউদিপাড়া চকে বিরোধপূর্ণ জমির আইলের ঘাস কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বাগ বিতন্ডার সৃষ্টি হয়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মজর আলীর লোকজন প্রতিপক্ষ সুকুমুদ্দিন(৫২) ও মজিবরের(৪৮) ওপর টেঁটা নিক্ষেপ করলে তারা দু’জনই টেঁটাবিদ্ধ হন। একই সাথে সুকুমুদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন(২৭) ও বড় ভাই হামিদ আলী(৫৮) আহত হন। এদের মধ্যে টোঁটাবিদ্ধ দু’জনকেই সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। অপরদিকে, সুকুমুদ্দিনের লোকজনের মারধরে প্রতিপক্ষ মজর আলীর দু’ ছেলে খোকন(৩২),স্বপন(৩৫) ও ভাতিজা সফিজুদ্দিন (৪০) আহত হয়েছেন। তাদেরকে সাভারস্থ এনান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ আব্দুস সাত্তার মিয়া বলেন, দু’পক্ষ থেকেই মামলা নেয়া হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App