×

বিনোদন

রবিঠাকুরের জন্মদিনে 'ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র'র আয়োজন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২০, ০১:০৩ পিএম

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথিতে, ভারতীয় হাইকমিশন ঢাকার 'ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র' নানান অনুষ্ঠানের আয়োজন করেছে। কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুক্রবার (৮মে) আইজিসি-এর ফেসবুক পেইজ IGCC- www.facebook.com/IndiraGandhiCulturalCentre/ থাকছে বিভিন্ন অনলাইন ইভেন্ট। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আয়োজিত এসব ইভেন্টের মধ্য রয়েছে: ভারতীয় সরকারের মিনিস্ট্রি অব এক্সটার্নাল আফেয়ার্সের অর্থায়নে নির্মিত কয়েকটি তথ্যচিত্রের প্রদর্শনী। ১.সকাল ৯ টায় প্রদর্শিত হবে Colours of Dreams ২.দুপুর ২ টায় প্রদর্শিত হবে In the land of Chinnopatra ৩. গীতাঞ্জলির গল্প - বাংলা ভাষায় প্রচারিত হবে বিকাল ৩টায় ৪.গীতাঞ্জলির গল্প - ইংরেজিতে প্রচারিত হবে রাত ৯টায়। এছাড়াও বিকাল ৫টায় রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা নিবেদন করে গান গাইবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, লায়সা আহমেদ লিসা, অদিতি মহসিন, শামা রহমান ও লিলি ইসলাম। সন্ধ্যা ৬টায় রবিঠাকুরের কবিতা আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, শাহাদাত হোসেন নিপু ও সামিউল ইসলাম পুলক। সবশেষে সন্ধ্যা সাড়ে ৭টায় সম্প্রচারিত হবে ওয়েব সেমিনার “Tribute to Rabindranath Tagore: a ray of hope through Tagore’s philosophy”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App