×

খেলা

করোনায় বিরক্ত লিটন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২০, ১০:১৯ পিএম

করোনা ভাইরাসের কারণে প্রায় ২ মাস ধরে ঘরে বন্দি হয়ে বসে আছেন জাতীয় ক্রিকেট দলের ওপেনার লিটন দাশ। যখন বাংলাদেশে করোনার প্রভাব শুরু হয় তখনও বোঝা যায়নি এতো দীর্ঘ সময় ঘরে বন্দি থাকতে হবে। আর তাই তো এতো লম্বা সময় ধরে ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে পড়েছেন বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান করা লিটন।

করোনাকালে ঘরে থাকতে কেমন লাগছে এমনই প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘আমি পাগলই হয়ে যাচ্ছি। আজকাল আমার মাথা ঠিকঠাক কাজ করছে না। কাজ করবে কী করে বলেন, আমার কাজ খেলা। সেই খেলাটা খেলতে পারছি না। হ্যাঁ, এটা ঠিক, পরিবারের সঙ্গে সবারই সময় কাটাতে ভালো লাগে। তবে এভাবে ঘরবন্দী হয়ে নয়। জীবন স্বাভাবিকভাবে চলবে, ঘুরব-ফিরব, তাহলে না ভালো লাগে।’

গত মার্চ মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে নিজের ক্যারিয়ারের সেরা সময় পার করেন লিটন দাশ। এই সিরিজটিতে ৩টি ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ। আর এই ৩টি ম্যাচের ২টিতেই সেঞ্চুরি হাঁকান লিটন দাশ। তার মধ্যে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটিতে তিনি করেন ১৭৬ রান। যা বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে ওয়ানডে ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ রান করার রেকর্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App