×

আন্তর্জাতিক

করোনাজয়ী ১৩ লাখ ১৮ হাজার মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২০, ০৯:৫৭ এএম

করোনাজয়ী ১৩ লাখ ১৮ হাজার মানুষ

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে করোনার হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবারে জাপানি বোমা বর্ষণ এবং ৯/১১-এ টুইন টাওয়ারে আল-কায়েদার জঙ্গি হামলার চাইতেও ‘মারাত্মক’ আঘাত বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার হোয়াইট হাউসে সাংবাদিক ব্রিফিংয়ে তিনি আরো বলেন, এটা চীনেই থামানো যেত। উৎসস্থলেই এটি থামানো উচিত ছিল। কিন্তু চীনের কারণে সেটি আর করা যায়নি। আমি এই অদৃশ্য শত্রুকে (করোনা ভাইরাস) একটি যুদ্ধ হিসেবে দেখি। এটি এখানে যেভাবে এসেছে তা আমার পছন্দ নয়। একইদিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিবিসিকে বলেন, আমাদের কাছে কোনো নিশ্চয়তা না থাকলেও প্রচুর প্রমাণ রয়েছে, এটি চীনের ল্যাব থেকেই এসেছে। এ মন্তব্যের জবাবে পম্পেওকে ‘মিথ্যাবাদী’ হিসেবে অভিহিত করেছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। নিজেদের ব্যর্থতা ঢাকতেই যুক্তরাষ্ট্র এসব বলে বেড়াচ্ছে বলেও মন্তব্য করে বেইজিং। এদিকে বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৫৫ হাজার এবং মারা গেছেন ২ লাখ ৬৬ হাজার মানুষ। তবে এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ১৮ হাজার মানুষ। এর মধ্যে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৬৬ হাজার আর মারা গেছেন ৭৫ হাজার মানুষ। অন্যদিকে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে রাশিয়া ও ভারতে। রাশিয়ায় শেষ ৫ দিনে ৫৩ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন করোনায়। ভারতে একদিনেই আক্রান্ত হয়েছেন সাড়ে ৩ হাজার মানুষ। সেখানে শেষ তিন দিনে আক্রান্ত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। এ নিয়ে এখন দেশটিতে মোট আক্রান্ত ৫৩ হাজারের বেশি, মারা গেছেন ১ হাজার ৭৮৭ জন। সপ্তাহখানেক আগেও দেশটিতে প্রতিদিন আক্রান্তের গড় সংখ্যা ছিল দেড় থেকে দুই হাজার। কিন্তু এখন তা উঠেছে তিন থেকে সাড়ে তিন হাজারের ঘরে। আগামী ১৭ মে পর্যন্ত লকডাউন চালু থাকছে দেশটিতে। এদিকে, লকডাউন-উত্তর বিপর্যয় সামাল দিতে মদের হোম ডেলিভারি শুরু হয়েছে ভারতের পাঞ্জাবে। রাজধানী দিল্লি, পশ্চিমবঙ্গ ও মুম্বাইয়ে মদের বিক্রয় কেন্দ্রগুলো খোলার পর উপচেপড়া ভিড়ের কারণে যে বিশৃঙ্খলা তৈরি হয় তা এড়াতেই রাজ্যটির এ সিদ্ধান্ত। লকডাউন বহাল থাকা পর্যন্ত এই সেবা দেয়া হবে এবং মদের রেশনিং ব্যবস্থা চালু থাকবে। বাড়ি প্রতি সর্বোচ্চ দুই লিটার মদ সরবরাহ করা হবে। মদ বিক্রি থেকে দেশটির প্রচুর রাজস্ব আয় হয়। অন্যদিকে স্পেনে কড়াকড়ি শিথিল করে আগামী ২৪ মে পর্যন্ত চতুর্থ দফার লকডাউন শুরু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, আমরা মহামারির প্রথম পর্যায় পার হয়েছি। তবে এখন আমাদের সতর্ক থাকতে এবং কঠোর নজরদারি রাখতে হবে। এছাড়া জাপানে কিছু কিছু এলাকায় লকডাউন শিথিল করা হচ্ছে। আগামী জুলাই মাসে ফের ফ্লাইট চালু করার কথা ভাবছে বৈশ্বিক বিমান পরিবহন সংস্থাগুলো। করোনা বিপর্যয়ে নানা বিধিনিষেধ ও অর্থনীতির নেতিবাচক প্রভাবের কারণে আত্মহত্যার প্রবণতা বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন অস্ট্রেলিয়ার গবেষকরা। বেকার হয়ে পড়া এবং লকডাউনের কারণে মানসিক চাপে শুধু অস্ট্রেলিয়াতেই আত্মহত্যা ৫০ শতাংশ মতো বাড়তে পারে, আশঙ্কা তাদের। দেশটিতে প্রতিবছর আত্মহত্যা করে প্রায় তিন হাজার মানুষ। এদিকে ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ হিসেবে, বেলজিয়ামে ৫১ হাজার আক্রান্তে মারা গেছেন প্রায় সাড়ে ৮ হাজার মানুষ। ইতালিতে ২ লাখ ১৪ হাজার আক্রান্তে সাড়ে ২৯ হাজারের বেশি মারা গেছেন। যুক্তরাজ্যে মারা গেছে ৩০ হাজারের বেশি, আক্রান্তের সংখ্যা ২ লাখ ১ হাজার। স্পেনে ২ লাখ ৫৭ হাজার আক্রান্তে মারা গেছেন ২৬ হাজারের বেশি মানুষ। ফ্রান্সে মারা গেছে প্রায় ২৬ হাজার, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার। করোনা ভাইরাস মহামারিকে পাত্তা না দেয়া প্রেসিডেন্ট বোলসোনারোর দেশ ব্রাজিলে ১ লাখ ২৭ হাজার আক্রান্তের মধ্যে সাড়ে ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটেছে। এ সময়ে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেছে পাকিস্তানে, মৃত ৫৬৪ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App