×

বিনোদন

কবিগুরুর জন্মদিনে বিশেষ নাটক ' উদ্ধার'

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২০, ১১:৫৭ এএম

কবিগুরুর জন্মদিনে বিশেষ নাটক ' উদ্ধার'

উদ্ধার নাটকের দৃশ্য

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ। এ উপলক্ষে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। এটিএন বাংলায় আজ রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ নাটক 'উদ্ধার'। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প 'উদ্ধার' অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন মাহবুবা ইসলাম সুমী। নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শোয়েব ও বিদ্যা সিনহা মিম। তাদেরকে এই নাটকে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আকতারি বেগম বলি, বাবু এবং আবু বক্কর।

বিদ্যা সিনহা মিম বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত যেকোনো কিছুতেই কাজ করলে আমার অন্যরকম ভালোলাগা কাজ করে। 'উদ্ধার' ছোটগল্পটি কবিগুরুর গল্পগুচ্ছে পড়েছিলাম। এই নাটকে আমার চরিত্রটি স্বল্পভাষী, অভিমানী ও অসম্ভব ব্যক্তিত্ববোধসম্পন্ন এক নারীর চরিত্র। চেনা ঘরানার বাইরে দর্শক অন্যরকম এক মিমকে খুঁজে পাবে। সুমী আপার নির্দেশনায় কাজ করে ভীষণ ভালো লেগেছে। খুব যত্ন নিয়ে তিনি নাটকটি নির্মাণ করেছেন। আশা করি, দর্শকদের ভালো লাগবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App