×

সারাদেশ

সরকারি চাল বিতরণে অনিয়মে ডিলারশিপ বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২০, ১০:৩০ পিএম

সরকারি চাল বিতরণে অনিয়মে ডিলারশিপ বাতিল
নরসিংদীর পলাশে ওএমএস এর সরকারি ১০ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের ঘটনায় ডিলারশিপ বাতিল করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ১/২ ও ৩ নং ওয়ার্ডের ওএমএস এর ডিলার মোঃ আওলাদ হোসেন শেখরের ডিলারশিপ বাতিল করা হয়। সেই সাথে ভুক্তভোগিদের মাঝে ১০ টাকা কেজির ওএসএম এর ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী জানান, ওএসএম এর চাল বিতরণে অনিয়মের সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে। পরে তদন্তপূর্বক এ ঘটনার সত্যতা পেয়ে বৃহস্পতিবার দুপুরে ওই ডিলারের ডিলারশিপ বাতিল করা হয়। সেই সাথে যারা ওএসএম এর কার্ড পেয়েও চাল পায়নি। তাদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এর আগে গত বুধবার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগ্যেরপাড়া গ্রামের বেশ কয়েকজন ভুক্তভোগির বক্তব্য সহকারে পলাশে ১০ টাকা কেজি ওএমএস এর সরকারি চাল বিতরণে অনিয়ম, কার্ড দেওয়ার আগেই তুলে নেয়ার হয়েছে চাল শিরোনামে জাতীয় দৈনিক ভোরের কাগজ অনলাইন ও পর দিন বৃহস্পতিবার ভোরের কাগজ পত্রিকার ই-পেপারসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App