×

খেলা

লা লিগার ৩০ খেলোয়াড়ের দেহে করোনার শঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২০, ০৪:৫৫ পিএম

লা লিগার ৩০ খেলোয়াড়ের দেহে করোনার শঙ্কা

লা লিগা

করোনা ভাইরাসের মধ্যেই ফের মাঠে ফুটবল ফেরানোর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে লা লিগায় খেলা ২০ দলের প্রত্যেক খেলোয়াড়ের করোনা ভাইরাস আছে কি না তা পরীক্ষা করা শুরু করেছে তারা। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, করিম বেনজেমা, গ্যারেথ বেল ও এডেন হ্যাজার্ডের মতো তারকা খেলোয়াড়র আজ করোনা ভাইরাস পরীক্ষা করেছেন। আর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে এই পরীক্ষা শেষে কমপক্ষে ৩০ জনের দেহে করোনা ভাইরাস থাকার শঙ্কা করছে লা লিগা কর্তৃপক্ষ।

তবে কোনো খেলোয়াড়ের দেহে করোনা ভাইরাস পাওয়া গেলে শুধুমাত্র ওই খেলোয়াড়টিকেই কোয়ারেন্টাইনে পাঠানো হবে। আগে কোনো খেলোয়াড়ের দেহে করোনা পাওয়া গেলে পুরো দলকেই কোয়ারেন্টাইনে পাঠানো হতো। এমনকি একা অনুশীলন, গ্রুপ অনুশীলন ও পুরো স্কোয়াড নিয়ে অনুশীলন সবই চলবে।

এদিকে লা লিগা চালু না হলে কপাল পুঁড়বে তৃতীয় শক্তিশালী দল অ্যাতলেটিকো মাদ্রিদের। কারণ তারা আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App