×

আন্তর্জাতিক

বান্ধবীকে বাড়িতে এনে চাকরি হারালেন বিজ্ঞানী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২০, ১০:৫৫ পিএম

বান্ধবীকে বাড়িতে এনে চাকরি হারালেন বিজ্ঞানী

নেল ফার্গুসন

লকডাউনের নিয়ম ভেঙেছেন ব্রিটেনের এক সরকারি বিজ্ঞানী। এত নিয়মকানুনের মধ্যেও বান্ধবীকে বাড়িতে আসার অনুমতি দিয়েছিলেন তিনি। আর লকডাউন ভাঙার খেসারত হিসেবে চাকরিতে ছাড়তে হয়েছে প্রফেসর নেল ফার্গুসনকে।

অথচ হোম কোয়ারেন্টাইনে থেকে যে এই পরিস্থিতিতে নিরাপদে এবং সুস্থ থাকা যাবে সেকথা বারবার প্রচার করেছে বরিস জনসন সরকার। আর যে টিম মূলত এইসব ব্যাপারে দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে নেল ফার্গুসনও ছিলেন।

প্রফেসর ফার্গুসন স্বীকারও করেছেন যে বাড়িতে বান্ধবীকে আসার অনুমতি দিয়েছিলেন তিনি। অ্যান্টোনিয়া স্ট্যাটাস নামের এক মহিলাকে নিজের লন্ডনের বাড়িতে আসার অনুমতি দেন তিনি।

জানা গেছে লালারস পরীক্ষার পর ফার্গুসনের শরীরেও পাওয়া গিয়েছিল কোভিড সংক্রমণের নমুনা। এর জন্য দু’সপ্তাহ লন্ডন ইম্পিরিয়াল কলেজে সেলফ আইসোলেশনেও থেকে এসেছেন প্রফেসর। কিন্তু তারপরেই এই কাণ্ড ৫১ বছর বয়সী বিজ্ঞানী। যদিও নিজের দোষ স্বীকার করেছেন তিনি। তবে চাকরি হারাতে হয়েছে এই বৈজ্ঞানিককে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App