×

সারাদেশ

কার্ড দেয়ার আগেই চাল তুলে নেয়ার অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২০, ০৩:২৯ পিএম

কার্ড দেয়ার আগেই চাল তুলে নেয়ার অভিযোগ

ছবি: প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলায় হতদরিদ্রদের মাঝে সরকারি ওএমএস এর ১০ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বলেন, তাদের কার্ড দেয়ার এক সপ্তাহ আগেই একটি মহল ১০ কেজি করে চাল তুলে নেয়। এমন অভিযোগ করেন, পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ২ নং ওয়ার্ডের ভাগ্যেরপাড়া গ্রামের একাধিক ভুক্তভোগী পরিবার। পৌর এলাকার ভাগ্যের পাড়া গ্রামের ছালাম মিয়া, রাশিদা বেগম, সূর্য্যবানসহ একাধিক ভুক্তভোগীরা জানায়, গত ২২ এপ্রিল তাদের নামে ওএমএস এর কার্ড ইস্যু করা হলেও কার্ড বিতরণ করা হয় ৩০ এপ্রিল। বিতরণের আগে গত ২৩ এপ্রিল প্রথম দফায় চাউল বিতরণে তাদের কার্ডে ১০ কেজি করে চাল উত্তোলন লেখা হয়। অথচ এই চাউল তারা পায়নি। ভাগ্যের পাড়া গ্রামের জাহানারা বেগম বলেন, ৩০ এপ্রিল কার্ড নিয়ে চাউল আনতে গেলে ডিলার আমার কার্ড দেখে জানায় আমি নাকি ২৩ এপ্রিল ১০ কেজি চাউল নিয়েছি। অথচ আমাকে কার্ডই দেয়া হয়েছে ৩০ এপ্রিল। পরে তারা আমাকে চাল না দিয়ে ফিরিয়ে দেয়। বিষয়টা মেয়র মহদোয়দকে অবগত করা হয়েছে। ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক জানান, এ বিষয়ে কয়েকজন ভুক্তভোগী আমাকে জানিয়েছে। বিষয়টি দ্রুত সমাধান করার জন্য উধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে ঘোড়াশাল পৌর এলাকার ডিলার মো. আওলাদ হোসেন শেখর জানান, ভাগ্যের পাড়া গ্রামের ১০ জনের এই সমস্যা দেখা দিয়েছে, তাদের পরবর্তীতে ২০ কেজি করে চাউল দিয়ে দেয়া হবে। চাল বিতরণের অনিয়মের বিষয়ে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী জানান, এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App