×

আন্তর্জাতিক

করোনা মোকাবেলার টাস্কফোর্স বাতিল হচ্ছে

Icon

nakib

প্রকাশ: ০৬ মে ২০২০, ১২:৩০ পিএম

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। তবু দেশটিতে অর্থনীতি আবার খুলে দেয়ার চিন্তা করছে মার্কিন সরকার। দেশটির করোনা মোকাবেলায় গঠিত টাস্কফোর্স বাতিল করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একটি মাস্ক কারখান পরিদর্শনের সময় ট্রাম্প বলেন,“ আমরা আমাদের অর্থনীতি পুনরায় চালু করতে যাচ্ছি।” কয়েক সপ্তাহের মধ্যে এ টাস্কফোর্স বাতিল করা হবে বলে পরামর্শ দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। দেশটিকে এখন প্রতিদিন গড়ে এক হাজার মানুষ মারা যাচ্ছে এবং আক্রান্ত হচ্ছে প্রায় ২০ হাজার মানুষ।

তবে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিলে করোনা ভাইরাস আরও ব্যাপক আকারে ছড়াবে বলে সতর্ক করছে বিশেষজ্ঞরা। উল্লেখ্য, দেশটিতে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৭০ হাজারের বেশি মানুষের এবং আক্রান্ত হয়েছেন প্রায় ১২ লাখ মানুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App