×

আন্তর্জাতিক

করোনা জয় করে স্কুলে ফিরছে উহানের শিক্ষার্থীরা

Icon

nakib

প্রকাশ: ০৬ মে ২০২০, ০১:৫১ পিএম

করোনা জয় করে স্কুলে ফিরছে উহানের শিক্ষার্থীরা

উহানের ব্যস্ত একটি শ্রেণিকক্ষ

বর্তমানে পুরো বিশ্বে জীবনব্যবস্থা থমকে আছে করোনা ভাইরাসের প্রভাবে। তবে চীনের যে উহান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে সে শহরে আবারও স্বাভাবিক হয়ে এসেছে জীবনযাত্রা। দীর্ঘদিন লকডাউনে থাকার পর করোনা ভাইরাসের প্রার্দুভাবের পর এ প্রথম ৬ মার্চ থেকে চীনের সবচেয়ে বেশি মৃত্যুর সাক্ষী হওয়া হুবেই শহরের স্কুলগুলো খুলে দেয়া হয়েছে।

তবে সামনে পাবলিক পরীক্ষা থাকায় এখন শুধুমাত্র ৯ম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ক্লাশে অংশ নিবে এবং অন্যরা বাসায় থাকবে। চীনের অন্য শহরের দ্বাদশ শ্রেণিতে ইতোমধ্যে ক্লাশ শুরু হয়েছে। এসব শিক্ষার্থীরা বিশ্ববিদ্যিালয়ের প্রবেশের ভর্তি পরীক্ষা “গাওকো”-তে অংশ নিবে কিছুদিনের মধ্যেই।

তবে স্কুলে যাওয়ার আগে শিক্ষার্থীদের করোনা পরীক্ষা করানো হবে। তাছাড়া স্কুলে শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব বজায় রেখে পাঠদান করা হবে। উল্লেখ্য, শহরটির ৫৭ হাজার শিক্ষার্থী স্কুলে প্রবেশের অপেক্ষায় আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App